• বাবা-মায়ের দেখভাল না করলে কাটা যাবে মাইনে, আইনের পথে তেলেঙ্গানা
    বর্তমান | ১৪ জানুয়ারি ২০২৬
  • হায়দরাবাদ: নিজেদের শখ আহ্লাদ ভুলে সন্তানকে বড় করেছেন। খরচ করেছেন যাবতীয় সঞ্চয়। অথচ সন্তান প্রতিষ্ঠিত হয়ে ভুলেছে সেই বাবা-মাকে। বাস্তবে এমন উদাহরণ রয়েছে ভূরি ভূরি। সন্তানের অবহেলায় বাধ্য হয়ে বৃদ্ধাশ্রমে দিন কাটান অসহায় বৃদ্ধ বাবা-মা। তবে এবার আর এমনটা করা যাবে না। একেবারে আইন করে বিষয়টা নিশ্চিত করতে চাইছে তেলেঙ্গানা সরকার। নতুন আইন অনুযায়ী, বাবা-মায়ের দেখভাল না করলে পুরো বেতন পাবে না সন্তান। মূলত সরকারি কর্মচারীদের ক্ষেত্রেই এই নিয়ম কঠোরভাবে মানা হবে। বেতন থেকে ১০-১৫ শতাংশ  টাকা কেটে নেওয়া হবে। তা পাঠানো হবে সরাসরি বৃদ্ধ বাবা-মায়ের ব্যাংক অ্যাকাউন্টে। 

    আগামী বাজেট অধিবেশনে বিষয়টা পেশ করা হবে বলে ঘোষণা করেছেন তেলেঙ্গানা মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি। তিনি জানিয়েছেন, রাজ্যের বহু প্রবীণ নাগরিক কোনওক্রমে দিন কাটাচ্ছেন। এর নেপথ্যে তাঁদেরই সন্তানদের অবহেলা। নিজেরা আনন্দে দিন কাটালেও, বাবা-মাকে ঠিকমতো দেখাশোনা করছেন না। রাজ্যের কোনও সরকারি কর্মী এমনটা করলে তাঁর বেতন কাটা হবে। পাশাপাশি, প্রবীণদের জন্য ‘প্রণাম’ নামে ডে-কেয়ার কেন্দ্র স্থাপনের কথাও ঘোষণা করেছে রেড্ডি সরকার । যেখানে অসহায় প্রবীণ নাগরিকরা সঠিক যত্ন ও সেবা পাবেন।
  • Link to this news (বর্তমান)