• গাড়ি ভরতি নাম বাদ দেওয়ার ফর্ম! আটক দুই বিজেপি কর্মী
    বর্তমান | ১৪ জানুয়ারি ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়া ও সংবাদদাতা, খাতড়া: মঙ্গলবার দুপুরে খাতড়ায় ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার সাত নম্বর ফর্ম বোঝাই একটি গাড়ি আটকের ঘটনায় তুমুল আলোড়ন শুরু হয়েছে। গাড়িতে চালক সহ চার আরোহী ছিলেন। ২১টি কভার ফাইলে বোঝাই কয়েক হাজার সাত নম্বর ফর্ম সমেত দুই বিজেপি কর্মীকে পাকড়াও করা হয়েছে। বাকি দুই আরোহী পলাতক। গাড়িটি বাজেয়াপ্ত করেছে পুলিশ। সেটি সিমলিপালের জনৈক প্রবীর ঘোষের নামে রেজিস্টার্ড। তৃণমূলের অভিযোগ, এসআইআর পর্ব চলাকালীন মৃত ও বিদেশি নাগরিক দেখিয়ে, প্রকৃত ভোটারের নাম বাদ দিতে নয়া ছক কষেছে বিজেপি। যদিও পদ্মপার্টির দাবি, তাঁদের কর্মীরা বিভিন্ন জায়গা থেকে সাত নম্বর ফর্ম নিয়ে খাতড়া এসডিও অফিসে জমা করতে যাচ্ছিলেন। তৃণমূলের ইন্ধনে পুলিশ তাদের আটক করেছে। তবে নির্বাচন কমিশনের গত ২৭ অক্টোবরের নির্দেশিকা (নম্বর-২৩/২০২৫) অমান্য করে হাজার হাজার ফর্ম এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়াটা যে বেআইনি কাজ, তা নিয়ে কোনও মন্তব্য করেননি পদ্মপার্টির নেতারা। 

    নির্বাচন কমিশনের নির্দেশিকা অনুযায়ী, খসড়া ভোটার তালিকা প্রকাশের আগে পর্যন্ত একজন বিএলও’র কাছে দৈনিক সর্বোচ্চ ৫০টি ফর্ম জমা দিতে পারতেন বিএলএ-২’রা। খসড়া তালিকা প্রকাশের পর তা কোনওভাবেই দিনে ১০টি’র বেশি নয়। এই নির্দেশ সত্ত্বেও, বিএলওদের এড়িয়ে কীভাবে কয়েক হাজার সাত নম্বর ফর্ম নথিবিহীন অবস্থায় বিজেপি কর্মীরা জমা করতে যাচ্ছিলেন, তা নিয়ে প্রশ্ন উঠেছে। সূত্রের খবর, সাত নম্বর ফর্মগুলির সবক’টাই পূরণ করা। জেলার বিভিন্ন প্রান্তের ভোটারদের নাম বাদ দেওয়া ফর্ম মিললেও, সিংহভাগ অবশ্য তালডাংরা বিধানসভা কেন্দ্রের। বাঁকুড়ার তৃণমূল সাংসদ অরূপ চক্রবর্তীর কথায়, ‘বিদেশি ও মৃত দেখিয়ে প্রকৃত ভোটারদের বাদ দেওয়ার চক্রান্ত করেছে বিজেপি। অন্য জেলাতেও এ কাজ করা হচ্ছে বলে আমাদের সন্দেহ।’ প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বিজেপি নেতা সুভাষ সরকার বলেন, ‘অন্যায়ভাবে আটক করা হয়েছে আমাদের কর্মীদের। গোটা বিষয়টি নির্বাচন কমিশনকে জানানো হচ্ছে।’ 
  • Link to this news (বর্তমান)