• বেহাল রাস্তা নিয়ে বিধায়কের নাম করেই ব্যানার ডোমজুড়ে
    বর্তমান | ১৪ জানুয়ারি ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, হাওড়া: ডোমজুড়ের দক্ষিণ ঝাঁপড়দহ এলাকায় বেহাল রাস্তা নিয়ে ক্ষোভ ক্রমশ প্রকাশ্যে। রাস্তার হাল কেন ফেরেনি, প্রশ্ন তুলে বিধায়কের জবাব চেয়ে রবিবার একাধিক ব্যানার পড়ে দক্ষিণ ঝাঁপড়দহের তেঁতুলতলা মাঠ সংলগ্ন এলাকায়। ব্যানারগুলিতে কখনও বিধায়ক তহবিলের অর্থে গত পাঁচ বছরে কেন উন্নয়ন হয়নি, আবার 

    কোথাও সরাসরি রাস্তার দুরবস্থা নিয়ে কটাক্ষ করে জবাব চাওয়া হয়েছে। ব্যানারে ‘গ্রামবাসীবৃন্দ’ নাম ব্যবহার করা হলেও বিষয়টি ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।

    স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ডোমজুড়ের সরকার ব্রাদার্সের মোড় থেকে বাঁধের বাজার পর্যন্ত রাজ্য সড়কের একটি অংশ দক্ষিণ ঝাঁপড়দহ এবং অপর অংশ রুদ্রপুর পঞ্চায়েতের অন্তর্গত। জগৎবল্লভপুর বিধানসভা এলাকার গুরুত্বপূর্ণ রাস্তাটি দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ যাতায়াত করেন। দীর্ঘদিন ধরেই রাস্তার পিচের আস্তরণ উঠে গিয়ে খোয়া বেরিয়ে পড়েছে। ফলে বর্তমানে দু’চাকার যানবাহন চালকদের ভোগান্তি চরমে। পাশাপাশি মাঝেমধ্যেই টোটো উলটে ঘটছে দুর্ঘটনা। স্থানীয় বাসিন্দা গৌতম বেরা বলেন, ‘রাস্তার ধারে আলো বসানো হলেও মূল সমস্যার সমাধান হয়নি। মাঝেমধ্যেই দুর্ঘটনা ঘটছে। অথচ সংস্কারের উদ্যোগ চোখে পড়ছে না।’ অপর বাসিন্দা প্রবীর পাত্রর অভিযোগ, বিধায়কের সঙ্গে যোগাযোগ করা কঠিন হয়ে পড়েছে। দ্রুত রাস্তা সারানো অত্যন্ত জরুরি।

    এই প্রসঙ্গে জগৎবল্লভপুরের তৃণমূল বিধায়ক সীতানাথ ঘোষ বলেন, ‘সংশ্লিষ্ট রাস্তার জন্য প্রথম দফার টেন্ডার সফল হয়নি। ইতিমধ্যেই দ্বিতীয় দফায় টেন্ডার সম্পন্ন হয়েছে এবং ওয়ার্ক অর্ডার জারি করা হয়েছে। আগামী এক সপ্তাহের মধ্যেই কাজ শুরু হবে।’ একই সঙ্গে বিধায়কের দাবি, রাজনৈতিক উদ্দেশ্যেই এই ব্যানার লাগানো হয়েছে। স্থানীয় বিজেপি নেতা অনুপম ঘোষ বলেন, ‘দীর্ঘদিন ধরে এলাকার মানুষ রাস্তা সংস্কারের দাবি জানিয়ে আসছেন। ২০১১ সাল থেকে একাধিকবার বিধায়ক বদলালেও বাস্তবে অবস্থার কোনও পরিবর্তন হয়নি। রাস্তার বেহাল দশা একই রয়ে গিয়েছে।’  নিজস্ব চিত্র। 
  • Link to this news (বর্তমান)