বেলঘরিয়া রেল ওভারব্রিজ শনিবার থেকে অনির্দিষ্টকাল বন্ধ, চরম ভোগান্তির আশঙ্কা
বর্তমান | ১৪ জানুয়ারি ২০২৬
নিজস্ব প্রতিনিধি, বরানগর: বেলঘরিয়া রেলওয়ে ওভারব্রিজের গার্ডারে ত্রুটি ধরা পড়েছিল আগেই। কিন্তু সংস্কারের কাজ কবে থেকে শুরু হবে, তা নিয়ে বেশ কয়েকমাস ধরে টালবাহানা চলছিল। কারণ, ফ্লাইওভারটি সম্পূর্ণ বন্ধ রেখে সংস্কারের কাজ করতে হবে। অবশেষে সিদ্ধান্ত হয়েছে, আগামী ১৭ জানুয়ারি থেকে অনির্দিষ্ট সময়ের জন্য এই ফ্লাইওভার বন্ধ রেখে কাজ শুরু হবে। বি টি রোড থেকে এম বি রোডের মধ্যে বিকল্প রুট হিসেবে ৮ ও ২ নম্বর রেলগেট দিয়ে গাড়ি চলাচল করবে। ফলে তীব্র যানজটের আশঙ্কা তৈরি হয়েছে। পরিস্থিতি সামাল দিতে পুরসভার তরফে এলাকায় মাইকিং শুরু হয়েছে। পুলিশ বি টি রোড সহ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তায় ব্যানার লাগিয়ে মানুষকে সচেতন করার সিদ্ধান্ত নিয়েছে।
সোদপুর রেল ওভারব্রিজের মতো এটিও উত্তর শহরতলির অন্যতম গুরুত্বপূর্ণ যোগসূত্র। কল্যাণী এক্সপ্রেসওয়ে ও বিরাটি যাওয়ার জন্য এই উড়ালপুল ধরতে হয়। প্রতিদিন কয়েকশো পণ্যবাহী গাড়ি, ২০১ রুটের বাস সহ বহু ছোটো-বড়ো গাড়ি যাতায়াত করে। ২০২৫ সালে গার্ডারে ত্রুটি ধরা পড়ে। দ্রুত সংস্কারে হাত দিতে চেয়ে চিঠি দিয়েছিল রেল। দুর্গাপুজোর আগেই কাজ শুরু করা যায় কি না, আলোচনা হয়েছিল। কিন্তু ওই সময় ফ্লাইওভার বন্ধ করলে সমস্যা বাড়বে জানিয়ে রাজি হয়নি পুরসভা। ডিসেম্বর মাসে ফের ব্রিজের স্বাস্থ্যপরীক্ষা করানো হয়। জানা যায়, উড়ালপুলের একদিকের পাঁচটি গার্ডার এবং অন্যদিকের সাতটি গার্ডারের অবস্থা ভালো নয়। মোট ১২টি গার্ডার দ্রুত বদলাতে হবে। না হলে বড় বিপদ হতে পারে। জেলা প্রশাসন, পুলিশ, কেএমডিএ ও রেলের আধিকারিকদের যৌথ পরিদর্শন ও দফায় দফায় বৈঠকের পর আগামী ১৭ তারিখ থেকে ফ্লাইওভার সম্পূর্ণ বন্ধ রেখে কাজ চালুর সিদ্ধান্ত হয়। কতদিন চলবে এই কাজ? রেল নির্দিষ্টভাবে কিছু না জানালেও পূর্তদপ্তর সূত্রে খবর, কাজ শেষ হতে সাড়ে তিন থেকে চার মাস লাগতে পারে। এই সময় একাধিক পরীক্ষা ও বিধানসভার ভোট রয়েছে। তাই মাঝপথে কাজ থমকে যাবে কি না, সংশয়ে রয়েছেন অনেকে।
পুলিশের তরফে জানানো হয়েছে, ফ্লাইওভার বন্ধ থাকাকালীন বি টি রোড থেকে নিমতা হয়ে বিরাটি যাওয়ার জন্য যাত্রীদের রথতলা মোড়, নীলগঞ্জ রোড, সিন্ধু স্টার মোড়, টেক্সম্যাকো রোড, ৮ নম্বর রেলগেট হয়ে এম বি রোডের কালচার মোড়ে উঠতে হবে। একইভাবে বিরাটির দিক থেকে বি টি রোডে আসতে গেলে কালচার মোড় থেকে ডান দিকে ওল্ড নিমতা রোড ধরতে হবে। এরপর ২ নম্বর রেল গেট থেকে নীলগঞ্জ রোডের সিন্ধু স্টোর মোড় হয়ে আসতে হবে বি টি রোডে। কামারহাটি পুরসভার চেয়ারম্যান গোপাল সাহা বলেন, ‘এই কাজ না করলে যেকোনও সময় বিপদের আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে রেল। সুরক্ষার স্বার্থেই মানুষকে কিছুটা ভোগান্তি সহ্য করতে হবে।’