৯ বছর আগে ফিটনেস ফেল! চাকা ফেটে উলটে গেল সরকারি বাস, গুরুতর জখম ১০
বর্তমান | ১৪ জানুয়ারি ২০২৬
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সাতসকালে বিশ্ব বাংলা সরণিতে দুর্ঘটনা। চলন্ত অবস্থায় হাওড়া থেকে বারুইপুরগামী সরকারি বাসের সামনের চাকা ফেটে যায়। ডিভাইডারে ধাক্কা মেরে উল্টে যায় যাত্রীবোঝাই বাসটি। মঙ্গলবার সকাল ৮টা নাগাদ তপসিয়া মোড়ে দুর্ঘটনাটি ঘটে। অল্পের জন্য প্রাণে রক্ষা পান যাত্রীরা। তবে জখম হয়েছেন চালকসহ ১০ জন। একজনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়। প্রাথমিক চিকিৎসার পর ৪ জনকে ছেড়ে দেওয়া হয়েছে। ছ’জনকে ভরতি করা হয়েছে। তার মধ্যে রয়েছেন বাসের চালক ও কনডাকটর। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, বাসটির ফিটনেসের মেয়াদ উত্তীর্ণ হয়ে গিয়েছে ২০১৭ সালে।
হাওড়া থেকে পার্ক সার্কাস হয়ে বারুইপুর যাচ্ছিল ওই বাসটি। যাত্রীদের দাবি, বাসটি চলার সময় গোঁ গোঁ করে শব্দ পাওয়া যাচ্ছিল। চার নম্বর ব্রিজ থেকে নামার সময়ও বেশ কয়েকবার ঝাঁকুনি লাগে। এরপরেই বিশ্ববাংলা সরণি ধরে সায়েন্স সিটির দিকে যাওয়ার পথে মাঝ রাস্তায় বিপত্তি। সরস্বতী মণ্ডল নামে এক যাত্রী বলেন, ‘কানে তালা লাগার মতো টায়ার ফাটার আওয়াজ হয়। বাস ডানদিকে হেলে যায়। চালক নিয়ন্ত্রণ হারান। রাস্তার মাঝবরাবর ডিভাইডারে ধাক্কা মারতেই মারাত্মক ঝাঁকুনি হয়। চোখের পলক ফেলতে না ফেলতেই দেখি বাসটা বাঁদিকে উলটে গিয়েছে।’ স্থানীয়রা উদ্ধার কাজ শুরু করেন। দুর্ঘটনাস্থলে পৌঁছয় ইস্ট ট্রাফিক গার্ড ও তপসিয়া থানার পুলিশ। আহতদের হাসপাতালে পাঠানো হয়। বেশ কয়েকজন মহিলার মাথায় চোট লাগে।
দুর্ঘটনার জেরে ব্যাপক যানজট তৈরি হয়। তপসিয়া থেকে পার্ক সার্কাস ৪ নম্বর ব্রিজের উপর পর্যন্ত গাড়ির লম্বা লাইন দেখা যায়। তার প্রভাব গিয়ে পড়ে পার্ক সার্কাস মোড়েও। দুর্ঘটনা কবলিত বাসের নম্বরপ্লেট খতিয়ে দেখে পুলিশ জেনেছে, প্রায় ৯ বছর আগে বাসের ফিটনেস সার্টিফিকেটের মেয়াদ শেষ হয়ে গিয়েছে। তারপর থেকে বাসের আর স্বাস্থ্যপরীক্ষা করা হয়নি। বদল হয়নি টায়ারও। তার জেরেই এই দুর্ঘটনা বলে দুষছেন যাত্রীরা। শঙ্কর ঘোষ নামে এক যাত্রীর দাবি, ‘গঙ্গাসাগর মেলা উপলক্ষ্যে শহর থেকে বহু বাস তুলে নেওয়া হচ্ছে। নির্দিষ্ট সময়ে পৌঁছনো যাচ্ছে না গন্তব্যে। নতুন বাসের বদলে অল্পসংখ্যায় পুরানো বাস শহরে নামানো হয়েছে। যা আরও বিপজ্জনক।’ -নিজস্ব চিত্র