নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: দুর্ঘটনায় আহত এক বৃদ্ধার পায়ের অপারেশন হল নোয়াপাড়ার লেনিননগর সেবাশ্রয় ক্যাম্পের মাধ্যমে। নবাবগঞ্জের বাসিন্দা পূর্ণিমা বিশ্বাস সোমবার বাড়ির সামনে দুর্ঘটনায় পড়েন। একটি গাড়ির ধাক্কায় তাঁর ডান পায়ের হাড় ভেঙে যায়। স্থানীয় বাসিন্দারা তাঁকে লেনিননগরের সেবাশ্রয় ক্যাম্পে নিয়ে যান। সেখানে উপস্থিত অর্থোপেডিক ডাক্তার তাঁকে পরীক্ষা করে হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দেন। সেবাশ্রয় ক্যাম্প থেকেই তাঁকে ওয়্যারলেস মোড়ের কাছে কল্যাণী এক্সপ্রেসওয়ের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। মঙ্গলবার সেখানেই বিনা পয়সায় তাঁর অপারেশন হয়েছে।
নোয়াপাড়ার কো-অর্ডিনেটর তৃণাঙ্কুর ভট্টাচার্য এদিন এক সাংবাদিক বৈঠকে জানালেন, ৬০ বছর বয়সি পূর্ণিমা বিশ্বাসের অপারেশন সফল হয়েছে। তিনি ভালো আছেন। ডাঃ সৌম্যদীপ্ত বন্দ্যোপাধ্যায় সহ ডাক্তারদের টিম তাঁর দেখভাল করছেন। তাঁর মতই এ পর্যন্ত প্রায় ১৪ জনের অপারেশনের ব্যবস্থা হয়েছে এই সেবাশ্রয় ক্যাম্প থেকে। গত ৫ জানুয়ারি বারাকপুর লোকসভা কেন্দ্রে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডায়মন্ডহারবার মডেলে সেবাশ্রয় ক্যাম্প চালু হয়েছে। মঙ্গলবার ১২টি জায়গায় ওই ক্যাম্প চলছে। নোয়াপাড়া বিধানসভা কেন্দ্রে বারাকপুর স্টেডিয়াম, লেনিনগড় গ্রাউন্ড এবং দেবীপ্রসাদ গ্রাউন্ডে সেবাশ্রয় ক্যাম্প চলছে। একইরকমভাবে বারাকপুর বিধানসভা কেন্দ্রেও এদিন সেবাশ্রয় ক্যাম্প থেকে বহু মানুষ চিকিৎসার সুযোগ পেয়েছেন। এদিন পর্যন্ত ২৫ হাজারের বেশি মানুষ ওইসব ক্যাম্প থেকে চিকিৎসা পেয়েছেন। ৭০ রকমের ওষুধ বিনা পয়সায় দেওয়া হচ্ছে। সেবাশ্রয় ক্যাম্পগুলি নিয়ে রীতিমতো সাড়া পড়ে গিয়েছে। যাঁদের চিকিৎসার ক্ষেত্রে কিছু জটিলতা রয়েছে, বা বড় ধরনের অপারেশন করা দরকার, তাঁদের নিয়ে ২৬ জানুয়ারি নৈহাটি স্টেডিয়ামে সর্বশেষ সেবাশ্রয় ক্যাম্প হবে।