• Breaking News LIVE: লিথাল ইঞ্জেকশন দিয়ে আরও ২০০ পথকুকুর খুনের অভিযোগ
    এই সময় | ১৪ জানুয়ারি ২০২৬
  • তেলঙ্গানায় আরও ২০০ পথকুকুরকে মেরে ফেলার অভিযোগ উঠল। এ বার কামারেড্ডি জেলায় পালওয়ানচা এলাকার পাঁচটি গ্রামের ঘটনা। ‘স্ট্রে অ্যানিম্যাল ফাউন্ডেশন অফ ইন্ডিয়া’ নামে স্বেচ্ছাসেবী সংস্থার প্রতিনিধি আদুলাপুরম গৌতম পুলিশের কাছে অভিযোগ করেছেন, গত ২-৩ দিনে ২০০ পথকুকুরকে লিথাল ইঞ্জেকশন দিয়ে মেরে ফেলা হয়েছে। এর আগেও ৬-৮ জানুয়ারির মধ্যে ৩০০ পথকুকুরকে লিথাল ইঞ্জেকশন দিয়ে খুনের অভিযোগ উঠেছিল হানুমকোন্ডা জেলার শ্যামাপেট ও আরেপাল্লি পঞ্চায়েত এলাকায়। পুলিশ জানিয়েছে, গত ডিসেম্বরে পঞ্চায়েত নির্বাচনের সময় একাধিক প্রার্থী ভোটারদের প্রতিশ্রুতি দিয়েছিলেন, তাঁরা জিতলে পথকুকুর ও বাঁদরের উপদ্রবের সমাধান করবেন। সেই প্রতিশ্রতি রাখতেই সপ্তাহ খানেকের মধ্যে দুই জেলা মিলিয়ে ৫০০ পথকুকুরকে লিথাল ইঞ্জেকশন দিয়ে মেরে ফেলা হয়েছে বলে স্বেচ্ছাসেবী সংগঠনের অভিযোগ। পুলিশ জানিয়েছে, কামারেড্ডি জেলার ঘটনায় ৬ জনের বিরুদ্ধে অভিযোগ জানানো হয়েছে। হানুমকোন্ডা জেলার ঘটনায় পঞ্চায়েত প্রধান-সহ ৯ জনের বিরুদ্ধে অভিযোগ জমা পড়েছিল।

    রাজ্যের সর্বনিম্ন তাপমাত্রা নামতে পারে আরও। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, ১৫ থেকে ১৯ জানুয়ারি পর্যন্ত রাজ্যে শীতের আরও একটি জোরালো স্পেল চলবে। কনকনে শীতের দাপট বজায় থাকবে সরস্বতী পুজো পর্যন্ত। চলতি মাসের শেষদিন পর্যন্ত রাতে ও ভোরের দিকে শীতের আমেজ অনুভূত হবে। তবে, ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহ থেকে ধাপে ধাপে শীত বিদায় নেওয়ার ইঙ্গিত মিলেছে। কলকাতায় মঙ্গলবার রাতের তাপমাত্রা ১৩.৩ ডিগ্রি থেকে সামান্য বেড়ে ১৩.৭ ডিগ্রি সেলসিয়াস হয়েছে। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ২৩.৭ ডিগ্রি থেকে সামান্য কমে ২৩.৩ ডিগ্রি সেলসিয়াস।

    ডেনমার্ক আর আমেরিকার মধ্যে বেছে নিতে হলে ডেনমার্ককেই বেছে নেবে, এমনটাই জানিয়েছিলেন গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী জেন্স ফ্রেডরিক নিলসন। মঙ্গলবার আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেই মন্তব্যেরই প্রতিক্রিয়া দিলেন। ট্রাম্প বলেছেন, 'আমি চিনি না উনি কে। কিন্তু যা বলেছেন তার সঙ্গে আমি সহমত নই। পরে এই সিদ্ধান্ত ওঁর জন্য সমস্যাজনক হবে।'

    গত ৭ জানুয়ারি দিল্লির তুর্কমান গেটের কাছে ফৈজ-ই-ইলাহি মসজিদের কাছে দখলিকৃত এলাকায় ভাঙন অভিযান চালিয়েছিল দিল্লি মিউনিসিপ্যাল কর্পোরেশন। সেই সময়ে তাঁদের উপরে পাথর ছুড়ে হামলা চালায় একদল মানুষ। সেই ঘটনায় এ বার দিল্লি পুলিশের জালে গ্রেপ্তার হলো আরও দু'জন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের নাম মহম্মদ ইমরান এবং আদনান। এই ঘটনায় এই নিয়ে পুলিশ মোট ২০ জনকে গ্রেপ্তার করল।

  • Link to this news (এই সময়)