• I-PAC কাণ্ডে হাইকোর্টে জোড়া মামলার শুনানি,গঙ্গাসাগরে পুণ্যস্নান, দিনভর আর কী খবরে নজর?
    এই সময় | ১৪ জানুয়ারি ২০২৬
  • I-PAC কাণ্ডে হাইকোর্টে এ দিন তৃণমূল এবং ED-র জোড়া মামলার শুনানি হবে বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে। এই শুনানি পর্বে আইনজীবী ছাড়া অন্য কারও প্রবেশে হাইকোর্টের পক্ষ থেকে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। প্রসঙ্গত, এর আগে হাইকোর্টে দুই পক্ষই মামলা করেছিল। যদিও বিশৃঙ্খলার কারণে মামলার শুনানি স্থগিত হয়ে যায়।

    গত তিন সপ্তাহ ধরে আন্দোলনের আগুনে জ্বলছে ইরান। মূল্যবৃদ্ধির প্রতিবাদে শুরু হয় এই আন্দোলন। বর্তমানে সরকার ফেলে দেওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছে। সরকারি হিসাবে, মৃতের সংখ্যা দু’হাজারের কাছাকাছি। তার পরও রাজপথে প্রতিবাদীরা। এই অবস্থায় প্রতিবাদীদের আন্দোলন চালিয়ে যাওয়ার বার্তা আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। তিনি বলেছেন, সাহায্য আসছে। তা হলে কি বুধবারই বড় পদক্ষেপ করতে চলেছে আমেরিকা।

    মকর সংক্রান্তির পুণ্যস্নানের দিন লক্ষ লক্ষ পুণ্যার্থী সাগরের জলে স্নান করে কপিল মুনির মন্দিরে পুজো দেবেন। এ দিন দুপুর ১.১৯ মিনিট থেকে ১৫ জানুয়ারি দুপুর ১.১৯ মিনিট পর্যন্ত পুণ্যস্নানের সময়। তবে, পুণ্যস্নান শুরু হওয়ার কয়েকদিন আগে থেকেই গঙ্গাসাগরে মেলা শুরু হয়ে গিয়েছে। মেলায় সাধু-সন্তদের পাশাপাশি দেশ-বিদেশের হাজার হাজার ভক্ত সামিল হয়েছেন।

    WPL-এ এখনও জয়ের মুখ দেখেনি দিল্লি ক্যাপিটালস। যার ফলে নিন্দার মুখে পড়ছেন অধিনায়ক জেমাইমা রদ্রিগেস। এ দিন মুখোমুখি হচ্ছে ইউপি ওয়ারিয়র্জ় ও দিল্লি ক্যাপিটালস। সন্ধ্যা সাড়ে ৭টা থেকে নভি মুম্বইয়ের ডিওয়াই পাটিল স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দল।

  • Link to this news (এই সময়)