• কনভয়ে হামলায় CBI তদন্ত চেয়ে আদালতের দ্বারস্থ বিরোধী দলনেতা
    এই সময় | ১৪ জানুয়ারি ২০২৬
  • এই সময়: পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোণা রোডে তাঁর কনভয়ে হামলার ঘটনায় এ বার সিবিআই তদন্ত চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে মঙ্গলবার হাইকোর্টে মামলা করেছেন তিনি। শুভেন্দুর অভিযোগ, গত শনিবার পুরুলিয়ায় সভা করে ফেরার সময়ে রাতে চন্দ্রকোণা রোডে তাঁর কনভয়ে হামলা হয়। সেই সময়ে পুলিশ নিষ্ক্রিয় ছি‍ল। এমনকী, পুলিশে অভিযোগ দায়ের করা হলেও থানা জামিনযোগ্য ধারায় মামলা দায়ের করে। তাই গোটা ঘটনায় সিবিআই তদন্তের দাবিতে এ দিন মামলা দায়ের করার আর্জি জানান শুভেন্দুর আইনজীবী। মামলা দায়ের করার অনুমতি দেন বিচারপতি শুভ্রা ঘোষ। চলতি সপ্তাহে এই মামলার শুনানি হতে পারে।

    গত শনিবার রাতে পুরুলিয়া থেকে ফেরার সময়ে নন্দীগ্রামের বিধায়ককে অভ্যর্থনা জানানোর জন্য আগে থেকেই রাস্তার দু’পাশে দাঁড়িয়ে ছিলেন বিজেপি কর্মীরা। পথে গড়বেতা থানার অন্তর্গত চন্দ্রকোণা রোড বাজারের কাছে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। সেখানে তাঁর কনভয়ের পথ আটকে দাঁড়ান তৃণমূলের কর্মী-সমর্থকরা। বাঁশ, লাঠি নিয়ে তাঁর গাড়ির উপরে হামলা চালানো হয় বলেও অভিযোগ। দু’পক্ষের স্লোগান-পাল্টা স্লোগান চলতে থাকে। সঙ্গে হাতাহাতিও। কিন্তু সেখানে পুলিশের দেখা পাওয়া যায়নি বলে অভিযোগ। ওই ঘটনার প্রতিবাদে চন্দ্রকোণা রোড পুলিশ ফাঁড়িতে ঢুকে অবস্থানে বসেন শুভেন্দু।

    শেষমেশ রাত প্রায় দেড়টা নাগাদ তিনি থানা থেকে বেরোন। তবে সেই ঘটনায় কোনও কড়া পদক্ষেপ করতে পারেনি পুলিশ। তাই পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে সিবিআই তদন্তের আর্জি আদালতে জানিয়েছেন বিরোধী দলনেতা। তাঁর এই আর্জিকে কটাক্ষ করে তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী বলেন, ‘শুভেন্দু অধিকারীর টিআরপি পড়ে গিয়েছে। কারণ, দিলীপ ঘোষ ব্যাক টু প্যাভিলিয়ন। শুভেন্দু ব্যাকফুটে। তাই খবরে থাকার জন্য এত নাটক। শুভেন্দুর আগে আঁচড় লেগেছে, এমন একটি ভিডিয়োও দেখা যায়নি। বরং শুভেন্দুর নির্দেশে সিআরপিএফ লাঠিচার্জ করেছে। তাতেই আক্রান্ত হয়েছেন বিজেপি কর্মীরা।’

  • Link to this news (এই সময়)