• তিন খুদের উপরে খুলে পড়ল স্কুলের লোহার গেট, ভয়ঙ্কর দুর্ঘটনা বীরভূমে
    এই সময় | ১৪ জানুয়ারি ২০২৬
  • আচমকাই স্কুলের গেট খুলে পড়ল পড়ুয়াদের উপরে। বড় বিপদ টললেও হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাদের। বুধবার সকালে বীরভূম জেলা স্কুলে এই দুর্ঘটনা ঘটে। লোহার বিশাল স্লাইডিং গেট হুড়মুড়িয়ে পড়ে যায়। সেই সময়ে সেখানেই দাঁড়িয়ে ছিল তিন খুদে পড়ুয়া। কিছু বোঝার আগেই গেটের নীচে চাপা পড়ে যায় তারা। যদিও সিসিটিভির যে ফুটেজ সামনে এসেছে, তাতে দেখা যাচ্ছে, তিন পড়ুয়া একটুও ভয় না পেয়ে দ্রুততার সঙ্গে গেটের নীচ থেকে বেরিয়ে আসার চেষ্টা করছে।

    ততক্ষণে ভিড় জমে যায় স্কুলের সামনে। আশেপাশে যে যেখানে ছিলেন, ছুটে আসেন। তিন জনকেই বের করে আনা হয়। তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে। প্রত্যক্ষদর্শীরা জানান, স্কুলের মেন গেটের সামনে দাঁড়িয়েছিল ওই তিন ছাত্র। এ দিকে স্লাইডিং গেট ভিতর থেকে বন্ধ করছিলেন স্কুলের কর্মীরা। কিছু বোঝার আগেই তা সামনের দিকে খুলে পড়ে যায়।

    আহত পঞ্চম শ্রেণির ছাত্র নীলাদ্রি ওরাওঁয়ের বাবা সঞ্জু ওরাওঁ বলেন, ‘আমি অফিসে যাওয়ার জন্য তৈরি হচ্ছিলাম। তখনই এক অভিভাবক আমাকে ফোন করে বলেন যে, স্কুলের গেট খুলে পড়ে গিয়েছে ছেলের উপরে। শুনে আমি সঙ্গে সঙ্গে স্কুলে আসি।’ এসে দেখেন ছেলে স্কুলের বাইরে বসে। অন্যান্য অভিভাবক, শিক্ষক ঘিরে রেখেছেন। প্রাথমিক বিপদের মোকাবিলা করলেও চোখে মুখে ভয়ের ছাপ।

    প্রধান শিক্ষক চন্দন সাহার দাবি, ‘প্রাথমিক থেকে ফাইভ পর্যন্ত পড়ুয়া সব। বার বার বারণ করা হলেও স্কুল ছুটির সময়ে ওরা গেটে ওঠার চেষ্টা করে, টানাটানি করে। এ দিন একটা পাল্লা খুলে গিয়েছে। খুব বেশি কিছু হয়নি। আর বাচ্চারা তো এ রকম করবেই। এটা তো শৈশবের ধর্ম।’

    তবে সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে, তিন ছাত্র গেটের সামনে দাঁড়িয়ে ছিল। গেটে উঠে ঝুলছে, এমনটা একেবারেই নয়। ফলে অভিভাবকরা প্রধান শিক্ষকের যুক্তি মানতে নারাজ। বরং তাঁদের দাবি, বাচ্চাদের স্কুল। তাই কর্তৃপক্ষের আরও বেশি দায়িত্বশীল হওয়া উচিত।

  • Link to this news (এই সময়)