• মকর সংক্রান্তি উপলক্ষে পুণ্যার্থীদের ভিড় শিলাবতী, কংসাবতী, অজয় নদেও, জেলায় জেলায় ছবিটা কেমন?
    এই সময় | ১৪ জানুয়ারি ২০২৬
  • আজ মকর সংক্রান্তি। সেই উপলক্ষেই জেলায় জেলায় নদীর ঘাটে মানুষের ভিড় জমেছে। সকাল থেকেই ঘাটালের কংসাবতী এবং মেদিনীপুরের শিলাবতী নদীতে স্নান করতে উপচে পড়ছে মানুষের ভিড়। মকর সংক্রান্তি উপলক্ষে বসেছে মেলাও। পুণ্য অর্জনের আশায় জেলায় জেলায় বহু মানুষ ভিড় জমিয়েছেন সকাল থেকেই।

    মকর স্নানের জন্য দূর দূরান্ত থেকে মানুস এসে জমা হয়েছেন ঘাটাল মহকুমার শিলাবতী নদীর ঘাটে। নদীর তীরে বসেছে মেলাও। সেই মেলাতেই বিকোচ্ছে বাঁশের ঝুড়ি, বেতের কুলো, লোহার তৈরি নানা জিনিসপত্র। একই ভাবে ভিড় দেখা যাচ্ছে মেদিনীপুর শহরের কাছে কংসাবতী নদীর গান্ধীঘাটে। ভোর থেকেই ঢল নেমেছে মানুষের। মকর সংক্রান্তি উপলক্ষে শহরের জগন্নাথ মন্দির সংলগ্ন এলাকাতে বসেছে মেলাও।

    অন্যদিকে ভিড় জমেছে বীরভূমের অজয় নদেও। পুণ্যস্নান উপলক্ষে প্রতি বছরই জয়দেব কেন্দুলির অজয় নদে বহু মানুষের সমাগম হয়। এ বছরও তার ব্যাতিক্রম নয়। পুণ্যার্জনের আশায় ভোর থেকেই জড়ো হয়েছেন মানুষ। মেলায় ভিড় সামলাতে পুলিশের বড় বাহিনী মোতায়েন করা হয়েছে। মকর স্নান উপলক্ষ্যে হিংলো জলাধার থেকে ২০০০ কিউসেক জল ছাড়া হয়েছে বলেও জানা গিয়েছে।

    এ বিষয়ে জেলা পুলিশ সুপার আমনদীপ জানিয়েছেন, মেলায় ২৪ ঘণ্টা পুলিশ মোতায়েন করা রয়েছে। ২০০-রও বেশি সিসিটিভি ইনস্টল করা হয়েছে। এ ছাড়াও ড্রোনের মাধ্যমে গোটা এলাকা জুড়েই নজরদারি চালানো হবে। নজরদারি বাড়াতে মোট ৪০টি পুলিশ বুথ এবং ওয়াচ টাওয়ারের ব্যবস্থা করা হয়েছে।

    তিনি আরও জানান, আসানসোলের দিক থেকেও বহু মানুষ এই উৎসবে আসেন। তাই আসানসোল পুলিশ কমিশনারেটের সঙ্গেও যোগাযোগ রাখা হচ্ছে। প্রবীণদের সুবিধার জন্য ই-রিকশার ব্যবস্থা করা হয়েছে। স্নানের ঘাটে কোনও দুর্ঘটনা এড়াতে বিপর্যয় মোকাবিলা বাহিনীকে মোতায়েন করা হয়েছে।

    রাজ্যের অন্যান্য প্রান্তের পাশাপাশি পূর্ব মেদিনীপুর জেলার দিঘা, তাজপুর, মন্দারমণি-সহ তমলুক,মহিষাদল, কোলাঘাট ও হলদিয়ার ঘাটে ঘাটে মকর সংক্রান্তির পুণ্য স্নানে মানুষ ভিড় জমিয়েছেন।

    পূর্ব মেদিনীপুরের জেলাশাসক ইউনিস ঋষিন ইসমাইল জানান, মানুষের যাতে কোনও অসুবিধা না হয় তার জন্য জেলা পুলিশ ও জেলা পরিষদকে বিশেষ নজরদারির কথা বলা হয়েছে। মোতায়েন রয়েছে পুলিশ।

  • Link to this news (এই সময়)