• দেখা দিয়েছে নিপা-উপসর্গ, বেলেঘাটা আইডিতে আনা হলো এক নার্স ও হাউসস্টাফকে
    এই সময় | ১৪ জানুয়ারি ২০২৬
  • উৎসের সন্ধান মেলেনি এখনও। এরই মধ্যে নিপার উপসর্গ নিয়ে বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালের এক নার্স ও এক হাউসস্টাফকে আনা হলো কলকাতার বেলেঘাটা আইডি হাসপাতালে। মঙ্গলবার গভীর রাতে ওই নার্সকে নিয়ে আসা হয় কলকাতায়। বুধবার সকালে আনা হয় ওই হাউসস্টাফকেও।

    বারাসতের এক বেসরকারি হাসপাতালে দুই নার্স নিপা সংক্রমিত হয়ে চিকিৎসাধীন। কল্যাণী AIIMS-এ নিপা ভাইরাস চিহ্নিত হওয়ার পরে পুনের ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজি (NIV)-তে দেহরসের নমুনা পাঠানো হয়। মঙ্গলবার সেই রিপোর্টও পজিটিভ আসে। আপাতত দু’জনই সঙ্কটজনক অবস্থায় রয়েছেন। কোমায় রয়েছেন তাঁরা।

    বারাসতের ওই হাসপাতালের এক RMO-র শরীরেও নিপা ভাইরাস সংক্রমণের কিছু উপসর্গ দেখা গিয়েছে। তিনি এই দুই নার্সের সংস্পর্শে এসেছিলেন। তাঁকেও হাসপাতালের আইসোলেশনে রাখা হয়েছে। যদিও কল্যাণী AIIMS-এর ভাইরাস রিসার্চ অ্যান্ড ডায়গনস্টিক ল্যাব বা VRDL-এ তাঁর সুষুম্নারস, রক্ত, মূত্র ও গলার সোয়াব পরীক্ষা হয়েছে। স্বাস্থ্য মন্ত্রক সূত্রে খবর, রিপোর্ট নেগেটিভ।

    এ দিকে বারাসত হাসপাতালে ভর্তি নিপা পজিটিভ দু’জনের মধ্যে একজনকে বর্ধমান মেডিক্যাল কলেজে দেখভাল করেছিলেন ওই হাউসস্টাফ ও নার্স। তাঁদের বেলেঘাটা আইডিতে আনা হয়েছে। তাঁদের মধ্যে নিপা-র উপসর্গ দেখা দেওয়ায় আনা হয়। টেস্টের রিপোর্ট না আসা পর্যন্ত বিস্তারিত কিছু বলা সম্ভব নয় বলে চিকিৎসকরা জানান।

    তবে ভাইরাস বিশেষজ্ঞরা বলছেন, এখনই উদ্বেগের কারণ নেই। নভেল করোনাভাইরাসের মতো দ্রুত ছড়াবে না এই সংক্রমণ। যে হেতু এটা বাতাসের মাধ্যমে ছড়ায়, এমন প্রমাণ নেই, তাই জনবসতিতে দ্রুত ছড়িয়ে পড়ার ভয় নেই। নিপা ছড়ায় সংক্রমিত ফল-আনাজ-ফলের রস থেকে। সংক্রমিত ব্যক্তির কোনও রকম দেহরস অন্যের শরীরে ঢুকলেও সংক্রমণ হতে পারে। প্রাথমিক ভাবে সর্দি, কাশি উপসর্গ হলেও পরবর্তীতে উপসর্গ হতে পারে গুরুতর।

  • Link to this news (এই সময়)