‘সমস্ত নথি হাতের কাছে তৈরি রাখুন। অবিলম্বে ইরান ছেড়ে বেরোন।’ সে দেশের অশান্ত পরিস্থিতির দিকে লক্ষ্য রেখে নাগরিকদের অবিলম্বে দেশ ছাড়ার জন্য নয়া নির্দেশিকা জারি করল বিদেশ মন্ত্রক। একইসঙ্গে এই মুহূর্তে ভারতীয়দের ইরানে যেতেও নিষেধ করা হয়েছে।
বিক্ষোভের আঁচে পুড়ছে ইরান। খামেনেই সরকারের বিরুদ্ধে রাজপথে সে দেশের জনতা। অন্যদিকে, বিক্ষোভ দমনে দৃষ্টান্তমূলক সাজা দিতে বিক্ষোভকারীকে প্রকাশ্যে ফাঁসির সিদ্ধান্ত খামেনেই সরকারের। পাল্টা বিক্ষোভকারীদের পাশে দাঁড়িয়ে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুঁশিয়ারি। সব মিলিয়ে ঘরে বাইরে কঠিন পরিস্থিতির মুখে ইরানের সর্বোচ্চ শাসক ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা আলি খামেনেই। এমন পরিস্থিতিতে ইরান যে ভারতীয়দের জন্য আর সুরক্ষিত নয় তা আঁচ করেই অবিলম্বে ইরান ছাড়ার নির্দেশিকা জারি করে বিদেশ মন্ত্রক।
বিস্তারিত আসছে...