• শহরে বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ১০টি ইঞ্জিন
    বর্তমান | ১৪ জানুয়ারি ২০২৬
  • কলকাতা, ১৪ জানুয়ারি: কলকাতায় ফের ভয়াবহ অগ্নিকাণ্ড। বুধবার সকালে শহরের প্রাণকেন্দ্র সেন্ট্রাল এভিনিউ চত্বরের একটি কাঠের আসবাবের দোকানে আগুন লাগে। সেখান থেকে ছড়িয়ে পড়ে আশপাশের কয়েকটি দোকানে। ধোঁয়ায় ঢেকেছে গোটা এলাকা। দমকলের দশটি ইঞ্জিন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। গোটা বাজারে যাতে আগুন না ছড়িয়ে পড়ে, সেই চেষ্টা করছেন দমকলকর্মীরা। যে দোকানে আগুন লেগেছে, তার উপরে আবাসিক বহুতল। স্বাভাবিকভাবে সেখানকার বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন সকাল সাড়ে দশটা নাগাদ বি বি গাঙ্গুলি স্ট্রিটের একটি কাঠের দোকানের ভিতর থেকে আগুন বের হতে দেখেন স্থানীয় লোকজন। সেইসঙ্গে ধোঁয়া। শুরুর দিকে স্থানীয়রাই আগুন নেভানোর কাজ শুরু করেন। খবর যায় পুলিশ ও দমকলে। এর পরে একে একে ঘটনাস্থলে ছুটে আসে দমকলের মোট পাঁচটি ইঞ্জিন। ততক্ষণে ভয়ঙ্কর রূপ নেয় আগুন। ছড়িয়ে পড়ে পাশের আরও কয়েকটি দোকানে। জানা গিয়েছে, আসবাবের দোকান হওয়ায় সেখানে বিপুল পরিমাণে রাসায়নিক মজুত ছিল। যার  ফলে আগুনের লেলিহান শিখা দ্রুত ছড়িয়ে পড়ে।  পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে পরে আরও পাঁচটি ইঞ্জিন এসেছে। এলাকাটি যথেষ্ট ঘিঞ্জি। ফলে আগুন নিয়ন্ত্রণে আনতে যথেষ্ট বেগ পেতে হচ্ছে দমকলকর্মীদের।শেষ খবর পাওয়া পর্যন্ত তখনও আগুনের উৎসস্থলে পৌঁছতে পারেননি দমকলকর্মীরা। কীভাবে আগুন লাগল, তা নিয়ে এখনও জানা যায়নি। গোটা এলাকা পুলিশ ঘিরে রেখেছে। বি বি গাঙ্গুলি স্ট্রিটে যান চলাচল বন্ধ রাখা হয়েছে। গাড়িগুলিকে অন্যদিকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে।
  • Link to this news (বর্তমান)