• সাইকেলে ধাক্কা মেরে আরোহী সমেত টেনে নিয়ে গেল দীর্ঘ পথ, দুর্ঘটনা বাদুড়িয়ায়
    এই সময় | ১৪ জানুয়ারি ২০২৬
  • বাদুড়িয়ায় মর্মান্তিক দুর্ঘটনা। এক সাইকেল আরোহীকে ধাক্কা মেরে অনেকটা রাস্তা হিঁচড়ে নিয়ে গেল চার চাকার গাড়ি। এর পরে সেই গাড়ি গিয়ে পড়ে সর্ষের ক্ষেতে। উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার বাদুড়িয়া থানা এলাকার ঘটনা। হাসপাতালে মৃত্যু হয় সাইকেল আরোহীর। মঙ্গলবার রাতে কুমারেশ মণ্ডল (৪০) নামে এক ব্যক্তি সাইকেল চালিয়ে বাড়ি ফিরছিলেন। সেই সময়ে বাদুড়িয়ার উমাপতিপুর এলাকায় উল্টো দিক থেকে আসা একটি চার চাকার গাড়ি ধাক্কা মারে কুমারেশকে। এই অবস্থাতেই গাড়ির সামনে আটকে যান তিনি।

    প্রত্যক্ষদর্শীরা জানান, গাড়িটি কুমারেশ ও তাঁর সাইকেলকে রাস্তা দিয়ে টেনে হিঁচড়ে নিয়ে যায়। রাস্তার লোকজন চিৎকার করতে শুরু করলে চার চাকার গাড়িটি গতি আরও বাড়িয়ে দেয়। এর পরেই একটি সর্ষে ক্ষেতের ভিতরে গাড়িটি নেমে যায়। পুলিশ ও এলাকার লোকজন পৌঁছলেও পালিয়ে যান গাড়ির চালক।

    তড়িঘড়ি কুমারেশকে উদ্ধার করে প্রথমে রুদ্রপুর হাসপাতালে এবং পরে কলকাতার আরজি কর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় বাদুড়িয়া থানার পুলিশ। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। গাড়ির নম্বর ও গাড়িতে লেখা ফোন নম্বর নিয়ে গাড়ির চালক ও গাড়ির মালিকের খোঁজ করছে পুলিশ।

  • Link to this news (এই সময়)