বিধানসভা ভোটের আগে সংগঠনের দিকে নজর বিজেপির। সাংগঠনিক জেলাগুলিতে ডিস্ট্রিক্ট ইনচার্জ নিয়োগ করল বিজেপি। ১৪ জানুয়ারি পশ্চিমবঙ্গ বিজেপির তরফে যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, তাতে ২৬টি সাংগঠনিক জেলার তালিকা রয়েছে। কোন জেলায় কে দায়িত্বে রয়েছেন, সেটাও রয়েছে ওই তালিকায়। বেশ কিছু উল্লেখযোগ্য মুখ রয়েছে বিজেপির এই তালিকায়। ২০২৫ থেকে ২০২৭ পর্যন্ত এরা সংশ্লিষ্ট জেলাগুলিতে ডিস্ট্রিক্ট ইনচার্জ হিসেবে থাকবেন।
কোচবিহার: মনোজ টিগ্গা
আলিপুরদুয়ার: জহর সিং সরকার
জলপাইগুড়ি: ভূষণ মোদক
শিলিগুড়ি: নিশীথ কুমার প্রামাণিক
দার্জিলিং: মোহন শর্মা
উত্তর দিনাজপুর: অম্লান ভাদুড়ি
দক্ষিণ দিনাজপুর: গোবিন্দ চন্দ্র মণ্ডল
মালদা উত্তর: মহাদেব সরকার
মালদা দক্ষিণ: বাসুদেব সরকার
জঙ্গিপুর: মনোজ সরকার
বহরমপুর: পার্থসারথি ঘোষ
মুর্শিদাবাদ: তারক সরকার
উত্তর নদিয়া: শাখারভ সরকার
দক্ষিণ নদিয়া: চন্দ্র কান্ত দাস
বনগাঁ: অমিতাভ রায়
বারাসত: বিভা মজুমদার
বসিরহাট: দেবশ্রী চৌধুরী
ব্যারাকপুর: প্রবাল রাহা
কলকাতা নর্থ সাবার্বান: সঞ্জয় সিং
উত্তর কলকাতা: তাপস মিত্র
দক্ষিণ কলকাতা: তাপস রায়
যাদবপুর: শীলভদ্র দত্ত
ডায়মন্ড হারবার: প্রসেনজিৎ ভৌমিক
জয়নগর: মোহন আদক
মথুরাপুর: অনুপম ঘোষ
হাওড়া টাউন: অনল বিশ্বাস
হাওড়া গ্রামীণ: বিজন মিত্র
শ্রীরামপুর: তনুজা চক্রবর্তী
হুগলি: ভাস্কর ভট্টাচার্য
আরামবাগ: তপন মাইতি
তমলুক: অনুপম মল্লিক
কাঁথি: গৌরী শঙ্কর অধিকারী
ঘাটাল: স্বপন দত্ত
ঝাড়গ্রাম: বাবলু বরাম
মেদিনীপুর: রাজু বন্দ্যোপাধ্যায়
আসানসোল: বিবেক রাঙ্গা
বর্ধমান: মনোজ পান্ডে
কাটোয়া: পার্থসারথি কুন্ডু
বোলপুর: সুজিত দাস
বীরভূম: সন্দীপ নন্দী
পুরুলিয়া: তুষার মুখোপাধ্যায়
বাঁকুড়া: বিদ্যাসাগর চক্রবর্তী
বিষ্ণুপুর: সুনীল রুদ্র মন্ডল