নিউটাউনে গভীর রাতে ভয়াবহ বাইক দুর্ঘটনা, বেপরোয়া গতি প্রাণ নিল দুই যুবকের
দৈনিক স্টেটসম্যান | ১৫ জানুয়ারি ২০২৬
স্থানীয় সূত্রে খবর, মঙ্গলবার রাতে অসিত মাহাতো যাত্রাগাছি খালধার এলাকার রাস্তা দিয়ে বাইক চালিয়ে যাচ্ছিলেন। ঠিক সেই সময় উলটো দিক থেকে দ্রুত গতিতে অন্য একটি বাইকে করে আসছিলেন প্রণয়দীপ মাঝি। আচমকাই দু’টি বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়।ধাক্কার তীব্রতায় দু’জনেই বাইক থেকে ছিটকে অনেকটা দূরে গিয়ে পড়েন। রাস্তায় দু’জনকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয় বাসিন্দারা ছুটে আসেন।
ঘটনাস্থলেই অসিত মাহাতোর মৃত্যু হয়।গুরুতর জখম অবস্থায় প্রণয়দীপ মাঝিকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে কিছুক্ষণের মধ্যেই তিনিও প্রাণ হারান। দুর্ঘটনার খবর পেয়ে নিউটাউন থানার পুলিশ ঘটনাস্থল এবং হাসপাতালে পৌঁছয়। পরে দুই যুবকের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।
প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, অতিরিক্ত গতিই দুর্ঘটনার প্রধান কারণ।স্থানীয়দের দাবি, রাতে ওই রাস্তায় বাইক দুটি অত্যন্ত দ্রুতগতিতে চলছিল। পাশাপাশি কুয়াশার কারণে দৃশ্যমানতাও কম ছিল। কাছাকাছি চলে আসার পর বাইকদু’টির মুখোমুখি সংঘর্ষ এড়ানো সম্ভব হয়নি। তবে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, যাত্রাগাছি খালধার এলাকার ওই অংশে পর্যাপ্ত পথবাতি নেই। ফলে রাতের বেলায় রাস্তা অন্ধকার থাকে এবং দুর্ঘটনার ঝুঁকি বাড়ে। পুলিশ দুর্ঘটনাগ্রস্ত বাইক দু’টিকে থানায় নিয়ে গিয়ে তদন্ত শুরু করেছে। মৃতদের পরিবারের সদস্যদের কাছে দুঃসংবাদ পৌঁছে দেওয়া হয়েছে।