জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ২০২৬-এর বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে প্রচারের ময়দানে নতুন চমক তৃণমূল কংগ্রেসের। রাজ্য সরকারের ১৫ বছরের সাফল্য এবং জনকল্যাণমূলক প্রকল্পগুলোকে সাধারণ মানুষের কাছে আরও সহজভাবে পৌঁছে দিতে তৈরি হয়েছে বিশেষ তথ্যচিত্র 'লক্ষ্মী এল ঘরে'। বিধায়ক তথা পরিচালক রাজ চক্রবর্তীর তৈরি এই তথ্যচিত্রের বিশেষ প্রদর্শনীতে বুধবার নন্দনে উপস্থিত ছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
তথ্যচিত্রটি দেখার পর উচ্ছ্বসিত অভিষেক বন্দ্যোপাধ্যায় জানান, এই সিনেমাটি রাজ্যের প্রতিটি কোণায় দেখানো হবে। তাঁর কথায়, “রাজ্য সরকারের বহু প্রকল্প সম্পর্কে সাধারণ মানুষ এখনও সম্পূর্ণ অবগত নন। এই তথ্যচিত্রের মাধ্যমে বাংলার প্রতিটি ঘরে লক্ষ্মী ভাণ্ডার থেকে শুরু করে বিভিন্ন স্কিমের সুফল ব্যাখ্যা করা হবে। রাজ চক্রবর্তী দারুণ কাজ করেছেন।”
এদিন শুধুমাত্র উন্নয়ন নয়, কেন্দ্রীয় সরকারের ‘বঞ্চনা’ নিয়েও সুর চড়ান অভিষেক। তিনি অভিযোগ করেন, বাংলার ন্যায্য টাকা আটকে রাখা হয়েছে (SIR সংক্রান্ত বিষয়েও তিনি সরব হন)। প্রতিকূল পরিস্থিতির মধ্যেও মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার কীভাবে মানুষের পাশে দাঁড়িয়েছে, সেই লড়াইয়ের গল্পই বলবে ‘লক্ষ্মী এল ঘরে’।
ইতিমধ্যেই তৃণমূলের পক্ষ থেকে 'উন্নয়নের পাঁচালি'র মাধ্যমে বাড়ি বাড়ি রিপোর্ট কার্ড পৌঁছে দেওয়া হচ্ছে। এবার দৃশ্য-শ্রাব্য মাধ্যমের (Audio-Visual) শক্তিকে কাজে লাগিয়ে ১৮০০ জন ইনফ্লুয়েন্সার এবং এই তথ্যচিত্রের মাধ্যমে জনমত গঠনের প্রক্রিয়া আরও জোরদার করল শাসক শিবির। নন্দনের এই বিশেষ প্রদর্শনীতে অভিষেকের উপস্থিতি স্পষ্ট করে দিল যে, আসন্ন নির্বাচনে উন্নয়নের প্রচারই হতে চলেছে তৃণমূলের তুরুপের তাস।
রাজ চক্রবর্তী তৃণমূল কংগ্রেসের বিধায়ক। এবার প্রশ্ন উঠছে তাহলে কি আগামী নির্বাচনে শুভশ্রীকেও দেখা যাবে ভোটের ময়দানে? পাশাপাশি অঙ্কুশকে নিয়েও শোনা যাচ্ছে কানাঘুষো। তাহলে কি আগামী নির্বাচনে টিকিট পাবেন এই দুই তারকাও। তা অবশ্য অপেক্ষা সময়ের।