• ভুয়ো ভোটারের নাম তুলছে বিজেপি! নিদান অখিলেশের
    বর্তমান | ১৫ জানুয়ারি ২০২৬
  • লখনউ: এসআইআর প্রক্রিয়া নিয়ে বিজেপির বিরুদ্ধে সরব সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব। উত্তরপ্রদেশে ভোটার তালিকায় কারসাজি করছে বিজেপি। শুধু তাই নয়, যোগী সরকার ভুয়ো ভোটারদের নাম ঢোকানোর চেষ্টা চালাচ্ছে বলেও অখিলেশের অভিযোগ। জাল ও ভুয়ো ভোটার তৈরিতে জড়িতদের বিরুদ্ধে এফআইআরের হুঁশিয়ারিও দিয়েছেন তিনি।  লখনউয়ে দলের নেতা-কর্মীদের বৈঠকে সপা সুপ্রিমো বলেন, দেশের গণতান্ত্রিক ব্যবস্থাকে কলঙ্কিত করতে বিজেপির হাতিয়ার এসআইআর। এব্যাপারে আমাদের দলের বুথ লেভেল এজেন্টদের সতর্ক থাকতে হবে। কোনও ভুয়ো ভোটারের নাম তালিকায় তোলার চেষ্টা হলে অভিযুক্তদের নামে মামলা করতে হবে। এফআইআরের ফরম্যাট বুথ লেভেল এজেন্টদের কাছে পাঠিয়েছে দল। অখিলেশ বলেন, ‘কমিশনের তালিকায় উত্তরপ্রদেশে ১২ কোটি ৫৬ লক্ষ ভোটার রয়েছেন। সেখানে রাজ্য নির্বাচন কমিশনের তালিকায় শুধুমাত্র গ্রামাঞ্চলেই ১২ কোটি ৬৯ লক্ষ ভোটার রয়েছেন। শহরের ভোটার যোগ করার পর, সেই সংখ্যা বেড়ে ১৭ কোটি ছাড়িয়েছে। এটা কীভাবে সম্ভব?’ 
  • Link to this news (বর্তমান)