• ভিডিয়ো বার্তায় হিন্দু নিধনের উস্কানি লস্কর কমান্ডারের
    বর্তমান | ১৫ জানুয়ারি ২০২৬
  • শ্রীনগর: ‘হিন্দুদের গলা কেটেই মিলবে কাশ্মীরের স্বাধীনতা।’ ফের পাক অধিকৃত কাশ্মীর থেকে উস্কানি লস্কর-ই-তোইবা নেতার। জঙ্গি কমান্ডার আবু মুসা কাশ্মীরির ভিডিয়ো এই মুহূর্তে ভাইরাল সমাজমাধ্যমে। লস্করের সংগঠন জম্মু কাশ্মীর ইউনাইটেড মুভমেন্টের অন্যতম বড় নেতা কাশ্মীরি। 

    পাক অধিকৃত কাশ্মীরের হাজিরা তহশিলের বহিরা গ্রামের একটি অনুষ্ঠানে জনসমক্ষে এই ভাষণ দিতে শোনা যায় ওই জঙ্গি নেতাকে। ভিডিয়ো ভাইরাল হওয়ার পরেই ফের একবার পাকিস্তানের বিরুদ্ধে জঙ্গি মদতের অভিযোগ উঠেছে। ভাইরাল হওয়া ভিডিয়োতে কাশ্মীরিকে বলতে শোনা যাচ্ছে, ‘ভিক্ষা করে স্বাধীনতা মিলবে না। হিন্দুদের গলা কেটে তা অর্জন করতে হবে।’ পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও অন্যান্য মন্ত্রীদের সঙ্গে ব্যক্তিগত আলোচনায় বারবার এই কথা তুলে ধরেছেন বলেও দাবি করেছেন তিনি। কাশ্মীরি বলেন, ‘সন্ত্রাসবাদই হতে পারে কাশ্মীর সমস্যা সমাধানের একমাত্র উপায়।’ লস্কর নেতার এই বক্তব্য ফের একবার সন্ত্রাসবাদের মদতদাতা পাকিস্তানের মুখোশ খুলে দিল বলেই মনে করা হচ্ছে। পাক প্রশাসনের মদত ছাড়া কি এভাবে জনসমক্ষে ঘৃণা ছড়াতে পারেন জঙ্গি নেতা? প্রশ্ন উঠছে।  গোয়েন্দা সূত্রে খবর, পহেলগাঁও হামলার আগেও এমনই উস্কানিমূলক ভাষণ দিয়েছিলেন লস্করের এই কমান্ডার। ওয়াকিবহাল মহল মনে করছে, এই উস্কানির পিছনেও বড়সড় জঙ্গিহানার ছক থাকতে পারে। 

    সূত্রের খবর, ভিডিয়োটি নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে নিরাপত্তা বাহিনী ও গোয়েন্দা দপ্তর। চলছে টেকনিক্যাল অ্যানালাইসিস, লোকেশন ভেরিফিকেশন, নেটওয়ার্ক ট্র্যাকিং। 
  • Link to this news (বর্তমান)