পুশব্যাকের পরও ফিরে এসে মুম্বইয়ে ধৃত দুই বাংলাদেশি
বর্তমান | ১৫ জানুয়ারি ২০২৬
মুম্বই: পুশব্যাকের পরও পুনরায় সীমান্ত পার হয়ে ভারতে ঢুকে পড়ছেন বাংলাদেশিরা। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের ব্যর্থতায় বড়সড় প্রশ্নের মুখে দেশের নিরাপত্তা। বাণিজ্যনগরী মুম্বইতে পুলিশের জালে অন্তত দু’জন মহিলা ধরা পড়েছেন। জিজ্ঞাসাবাদের সময় তাঁরা জানিয়েছেন, বাংলাদেশি কর্তৃপক্ষের হাতে তাঁদের তুলে দেওয়া হয়েছিল। সীমান্তের ফাঁকফোঁকর দিয়ে আবার তাঁরা ভারতে এসেছেন। তাঁদেরই একজন জুলেখা জামাল শেখ। ৩৮ বছরের জুলেখাকে মঙ্গলবার গ্রেপ্তার করেছে মুম্বই পুলিশ। স্থানীয় সূত্রে খবর পেয়ে গেট ওয়ে অব ইন্ডিয়ার কাছ থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
জেরায় জুলেখা জানান, গত আগস্টে তাঁকে বাংলাদেশি কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হয়। এরপর সীমান্তের নদী-জঙ্গল পথে পুনরায় ভারতে প্রবেশ করেন। তারপর মুম্বইয়ে পৌঁছে কামাথিপুরা এলাকায় ফুটপাতে আশ্রয় নেন। ট্রাভেল ডকুমেন্টস বা ভিসার মতো কোনও বৈধ নথি দেখাতে না পারায় তাঁকে গ্রেপ্তার করেছে পুলিশ। তদন্তে জানা গিয়েছে, জুলেখার বাড়ি বাংলাদেশের যশোর জেলায়। কে বা কারা তাঁকে সীমান্ত পার করে ভারতে ঢুকতে সাহায্য করেছে, পুলিশ এব্যাপারে অনুসন্ধান শুরু করেছে। কোনও সংগঠিত চক্র এর পিছনে সক্রিয় কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।
বিলকিস বেগম সিরমিয়া আখতারের ঘটনা আরও চমকপ্রদ। মুম্বইয়ের অভিজাত কাফে প্যারেড এলাকায় ঘরভাড়া নিয়ে থাকতে শুরু করেন ৩০ বছরের বিলকিস। পুলিশের জেরার মুখে প্রাথমিকভাবে কোনও সদুত্তর পাওয়া যায়নি তাঁর কাছ থেকে। ইনফরমারদের তথ্যের ভিত্তিতে তাঁর উপর নজর রাখা হয়। পরিচয় নিয়ে নিশ্চিত হওয়ার পরেই তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। তিনি জানান, গত আগস্টে তাঁকে মুম্বই পুলিশের ক্রাইম ব্রাঞ্চ বাংলাদেশে ফেরত পাঠায়। তবে বেআইনিভাবে আবার তিনি কাঁটাতার পেরিয়ে ভারতে ঢোকেন। ভাড়া বাড়ি থেকে উদ্ধার মোবাইল ফোন পরীক্ষা করে তাঁর বাংলাদেশি পরিচয়পত্র পাওয়া গিয়েছে।