• রেল লাইনের পাশে ঘুড়ি ওড়ানো বন্ধে তৎপর রেল
    বর্তমান | ১৫ জানুয়ারি ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ঘুড়ির মাঞ্জায় জড়িয়ে যাচ্ছে ট্রেনের ওভারহেড তার। ফলে মাঝপথে থেমে যাচ্ছে ট্রেন। স্বাভাবিক কারণেই রীতিমতো হয়রানির শিকার হচ্ছে রেল যাত্রীরা। তাঁদের ভোগান্তি ঠেকাতে এবার রেল লাইনের ধারে ঘুড়ি ওড়ানো বন্ধ করতে তৎপর হয়েছে মন্ত্রক। জানা যাচ্ছে, এব্যাপারে ইতিমধ্যেই রেলওয়ে প্রোটেকশন ফোর্সকে (আরপিএফ)  প্রয়োজনীয় নির্দেশিকা দেওয়া হয়েছে। একইসঙ্গে আরপিএফকে বলা হয়েছে, এবিষয়ে জিআরপির (গভর্নমেন্ট রেলওয়ে পুলিস) সঙ্গে সমন্বয় রক্ষা করে চলতে হবে তাদের। আরপিএফ এবং জিআরপিকে যৌথভাবে এসংক্রান্ত যাবতীয় পদক্ষেপ করতে হবে। 

    সরকারি সূত্রে জানা যাচ্ছে, সম্প্রতি জামশেদপুরে চক্রধরপুর রেলওয়ে শাখায় এই কারণে চরম ভোগান্তির শিকার হয়েছেন রেল যাত্রীরা। ওভারহেড তারে ঘুড়ির মাঞ্জা সুতো জড়িয়ে গিয়ে বাদামপাহাড় টাটানগর রেলওয়ে শাখায় প্রায় এক ঘণ্টা ব্যাহত হয়েছে ট্রেন চলাচল। সাধারণ যাত্রীদের চরম অসন্তোষ এবং ক্ষোভও সামাল দিতে হয়েছে রেল আধিকারিকদের। এরপরেই নড়েচড়ে বসেছে রেল বোর্ড। সবক’টি জোনকেই এব্যাপারে মৌখিক নির্দেশিকা দেওয়া হয়েছে রেলমন্ত্রকের পক্ষ থেকে। জানানো হয়েছে, যেহেতু রেল লাইনের ধারে ঘুড়ি ওড়ানো আইনত নিষিদ্ধ নয়, তাই কড়া ব্যবস্থা নেওয়া যাবে না। এলাকার বাসিন্দাদের বুঝিয়ে নিরস্ত করতে হবে। তবে প্রয়োজনে ধমক চমক চলতেই পারে।
  • Link to this news (বর্তমান)