• এআইয়ের দাপট! চাহিদা বাড়ছে সিভিল, মেকানিকাল, ইলেকট্রিকাল ইঞ্জিনিয়ারদের
    বর্তমান | ১৫ জানুয়ারি ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ভ্রুকুটি। ২০৩০ সালের মধ্যে অন্তত ২ কোটি চাকরি উধাও হবে কৃত্রিম বুদ্ধিমত্তার আক্রমণে। যার সিংহভাগ তথ্য প্রযুক্তি, শিক্ষা, স্বাস্থ্য, পরিষেবা। গোটা দুনিয়াজুড়ে কর্মহীনতার আশঙ্কার কালো মেঘ। ভারতেও সেই শঙ্কার ছায়া ডানা মেলেছে। কারণ বিখ্যাত সব সংস্থা কর্মীছাঁটাই করেছে। নীতি আয়োগ কেন্দ্রীয় সরকারকে ইতিমধ্যেই সতর্কবার্তা দিয়ে বলেছে, বিকল্প কিছু ভাবুন। এই আবহে আলোকখেরা হিসেবে দেখা দিয়েছে অতীত ঐতিহ্য ও প্রবণতা। পুরোনো চাকরির বাজার আবার ফিরছে এবং জোরদার হচ্ছে। মেশিন লার্নিং, এআই, রোবটিক্সের আগ্রাসনের বাইরেও যে আশা তৈরি হয়েছে, সেটি হল, সার্বিকভাবে তথ্য প্রযুক্তি অথবা যন্ত্র নির্ভর নয়, এরকম ক্ষেত্রে কর্মসংস্থান বাড়ছে। এই তালিকায় বিশেষ সংযোজন হল সিভিল, মেকানিকাল, ইলেকট্রিকাল ইঞ্জিনিয়ারদের চাহিদা নতুন করে বাড়তে শুরু করেছে। ২০২৫ সালের হিসাবেই দেখা গিয়েছে, ক্যাম্পাস ইন্টারভিউতে তথ্য প্রযুক্তির সেই পুরনো রমরমা আর নেই। এই প্রবণতা দেখার পর দেশের বিভিন্ন কলেজ ২০২৬ সালে এই প্রথাগত কোর সেক্টরের ইঞ্জিনিয়ারিং কোর্সে আসন সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। অটোমোবাইল সেক্টরে ২০২৫ সালের দ্বিতীয়ার্ধে কর্মসংস্থান বেড়েছে। ২০২৬ সালের তুলনায় যাত্রীগাড়ির বিক্রি বেড়েছে ২৭ শতাংশ। সোসাইটি অব ইন্ডিয়ান অটোমোবাইল ম্যানুফ্যাকচারিং তাদের রিপোর্টে বলেছে, ২০২৫ সালের শেষ মাসে ৪ লক্ষ ইউনিট প্যাসেঞ্জার ভেহিকল বিক্রি হয়েছে। যা ২০২৪ সালের ওই মাসে হয়েছিল ৩ লক্ষ ১৪ হাজার। সবথেকে বেশি বিক্রি হয়েছে তৃতীয় ত্রৈমাসিকে। ১২ লক্ষ ইউনিট। এই বিক্রির সঙ্গেই বৃদ্ধি পাচ্ছে কর্মসংস্থানের সুযোগ। কারণ  একাধিক সংস্থার শো রুম, সার্ভিস সেন্টার, ওয়ার্কশপ এবং ট্রেনিং সেন্টার চালু হয়েছে নতুন করে। অর্থাৎ এই কেন্দ্রগুলির সংখ্যা বৃদ্ধির অর্থ কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি। বিশেষ করে টু হুইলারের শো রুম এবং উৎপাদন কেন্দ্র বেড়েছে প্রতিটি রাজ্যে। অটোমোবাইল সংগঠনের আশা আগামী বাজেটে এই সেক্টরকে বেশ কিছু ছাড় দেওয়া হবে। যেহেতু গ্রামীণ ভারতে ভোগ্য‌পণ্য বিক্রয়ের ক্ষেত্রে বড়সড় জোয়ার এসেছে, সেই কারণে এই ভোগ্যপণ্য নির্মাণ ও উৎপাদন কেন্দ্রগুলিতে প্রশিক্ষিত কর্মীর নিয়োগ বেড়েছে। বণিকসভাগুলির পক্ষ থেকে বলা হচ্ছে, আইটিআই থেকে কর্মী নিয়োগের প্রবণতা পূর্ববর্তী কয়েক বছরের তুলনায় ২০২৫ সালে বেশি। 
  • Link to this news (বর্তমান)