নয়াদিল্লি: স্বামীর আয়ের ২৫ শতাংশ পর্যন্ত খোরপোশ পেতে পারেন স্ত্রী। মঙ্গলবার এক মামলায় এমনই গুরুত্বপূর্ণ রায় দিয়েছে এলাহাবাদ হাইকোর্ট। বিচারপতি মদন পাল সিং বলেন, নিজের খরচ চালাতে অপারগ স্ত্রী। তাই তাঁর ভরপোষণের পবিত্র এবং আইনি কর্তব্য পালন করতে হবে স্বামীকেই। আগে স্ত্রীকে ৫০০ টাকা করে খোরপোশ দিতেন সুরেশ চন্দ্র নামে এক ব্যক্তি। কয়েক বছর আগে খোরপোশের পরিমাণ বাড়িয়েছিল নিম্ন আদালত। সেই সিদ্ধান্তকে হাইকোর্টে চ্যালেঞ্জ জানান সুরেশ। তাঁর আবেদন খারিজ করে নিম্ন আদালতের নির্দেশই বহাল রেখেছে হাইকোর্ট।
সুরেশ চন্দ্রের আইনজীবী জানান, ২০০৩ সালের ৯ সেপ্টেম্বর হাইকোর্ট মাসে ৫০০ টাকা করে খোরপোশের নির্দেশ দিয়েছিল। এরপর মহিলার আবেদনের ভিত্তিতে ২০১৫ সালের ৬ জুন খোরপোশের পরিমাণ বাড়িয়ে ৩ হাজার করে পারিবারিক আদালত। নিম্ন আদালতও সেই খোরপোশের পরিমাণ বহাল রাখে। আইনজীবী বলেন, তাঁর মক্কেল একজন কায়িক শ্রমিক। মাসে মাসে ৩ হাজার টাকা করে খোরপোশ দেওয়া তাঁর পক্ষে অসম্ভব। স্ত্রীর আবেদনের ভিত্তিতে একতরফাভাবে খোরপোশ ছ’গুণ করা হয়েছে। আদালত জানায়, কায়িক শ্রমিক হিসেবে সুরেশ দৈনিক ৬০০ টাকা করে আয় করতে পারেন। সেক্ষেত্রে মাসে তাঁর আয় হবে ১৮ হাজার টাকা। তার ২৫ শতাংশ, সাড়ে ৪ হাজার টাকা পর্যন্ত খোরপোশ দেওয়া যায়। তাই ৩ হাজার টাকা খোরপোশ অত্যাধিক নয়। এ প্রসঙ্গে সুপ্রিম কোর্টের রায়ও উল্লেখ করেছেন বিচারপতি মদন পাল সিং।