• বাংলাদেশের শত্রুর মতো আচরণ দেখে কষ্ট হয়, মন্তব্য অবসরপ্রাপ্ত কর্নেলের
    বর্তমান | ১৫ জানুয়ারি ২০২৬
  • বিশেষ সংবাদদাতা, রায়পুর: ‘১৯৭১ সালে যে দেশকে আমারা সেনাবাহিনীর রক্তের বিনিময়ে জন্ম দিলাম, সেই দেশ এখন আমাদের সঙ্গে শত্রুর মতো ব্যবহার করছে। এটা দেখে আমাদের কষ্ট হয়।’ সাম্প্রতিক সময়ে দ্বিপাক্ষিক সম্পর্কের টানাপোড়েন, ইউনুস সরকার ও তাদের সমর্থকদের ভারত বিরোধী মন্তব্যের জবাবে এমনটাই মন্তব্য করলেন অবসরপ্রাপ্ত সেনা কর্নেল সিদ্ধার্থ বোস।

    ভারতীয় সেনা, নৌবাহিনী এবং বায়ুসেনার শহিদ জওয়ান এবং তিন বাহিনীর প্রাক্তন জওয়ানদের সম্মান জানাতে ১৪ জানুয়ারি দিনটিকে ‘ভেটেরান্স ডে’ হিসেবে উদযাপন করে ডিফেন্স ফোর্স। সারা দেশের সঙ্গে ভারতীয় সেনার ছত্তিশগড়-ওড়িশা সাব এড়িয়া (কোসা) দশম ডিফেন্স ফোর্সও ভেটেরান্স ডে উদযাপন করে। সেখানেই অংশ নিয়েছিলেন অবসরপ্রাপ্ত সেনা কর্তা, জওয়ানরা। ওই অনুষ্ঠানে ‘বর্তমান’-এর মুখোমুখি হয়েছিলেন ১৯৭১ সালের যুদ্ধে অংশগ্রহণকারী এই অবসরপ্রাপ্ত কর্নেল। তিনি বলেন, ‘বাংলাদেশ যেভাবে ভারত বিরোধী প্রচার চালাচ্ছে, তা বিশ্বাস করতেও কষ্ট হয়। কেন্দ্র সরকার নিশ্চয়ই রাজনৈতিক এবং কূটনৈতিকভাবে এর জবাব দেবে।’
  • Link to this news (বর্তমান)