• গোমাংস পাচারে যুক্ত বিজেপি, বিক্ষোভে উত্তাল ভোপাল
    বর্তমান | ১৫ জানুয়ারি ২০২৬
  • ভোপাল: বিজেপি শাসিত মধ্যপ্রদেশে গোমাংস বিক্রি নিষিদ্ধ। অথচ শাসকদলের মদতেই তা পাচার করা হচ্ছে। মকর সংক্রান্তির আগে এমনই অভিযোগে রাজধানী ভোপালে শুরু হয়েছে বিক্ষোভ। মূলত হিন্দুত্ববাদী কিছু সংগঠন  বিজেপির বিরুদ্ধে সরব হয়েছে। আন্দোলনে যোগ দিয়েছে বিরোধী দল কংগ্রেসও। 

    বিতর্কের শুরু, ২০১৫ সালের ১৭ ডিসেম্বর। সেদিন ভোপালের জিনসি এলাকার একটি নতুন মাংসের দোকান থেকে প্রায় ২৫ টনের বেশি মাংস বাজেয়াপ্ত করে পুলিশ। সন্দেহ করা হয়েছিল এগুলি গোমাংস। কিন্তু ভোপাল পুরসভার পশু চিকিৎসক বেণীপ্রসাদ গৌর জানান, সেটি মোষের মাংস। সেইসময় বিতর্ক ধামাচাপা পড়ে। পরে মথুরার এক ভেটেরিনারি কলেজের ল্যাবরেটরিতে ফরেনসিক পরীক্ষায় নিশ্চিত হয় জব্দ হওয়া মাংস নিশ্চিত ভাবে গরু বা একই প্রজাতির কোনও প্রাণীর। অর্থাৎ নিষিদ্ধ মাংসই বিক্রি হচ্ছিল ওই দোকানে। বিষয়টা সামমে আসতেই মঙ্গলবার বজরং দল, করনি সেনার মতো হিন্দু সংগঠন,  কংগ্রেসের নেতা-কর্মীরাও রাস্তায় নেমে প্রতিবাদে সামিল হন। দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া এবং ঘটনার সঙ্গে যুক্ত সরকারি আধিকারিকদের শাস্তির দাবি জানান তাঁরা। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনার গুরুত্ব বিবেচনা করে ইতিমধ্যেই পশু চিকিৎসক বেণীপ্রসাদকে সাসপেন্ড করার নির্দেশ দেওয়া হয়েছে। পুরো বিষয়টি নিয়ে উচ্চপর্যায়ের তদন্ত শুরু হয়েছে। পুলিশের দাবি, আইনের পথে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
  • Link to this news (বর্তমান)