নয়াদিল্লি: ম্যাচ তো দূরের কথা, সামান্য প্র্যাকটিসেই নাভিশ্বাস ওঠার অবস্থা ব্যাডমিন্টন খেলোয়াড়দের। কাঠগড়ায় দিল্লির মাত্রাতিরক্ত দূষণ। সেই কারণে ইন্ডিয়ান ওপেন ব্যাডমিন্টন প্রতিযোগিতা থেকে নাম তুলে নিলেন বিশ্বের তিন নম্বর খেলোয়াড় অ্যান্ডার্স অ্যান্টনসেন। তাঁকে পাঁচ হাজার মার্কিন ডলার জরিমানা করেছেন উদ্যোক্তারা। সামাজিক মাধ্যমে অ্যান্ডার্স লিখেছেন, ‘প্রতিযোগিতা থেকে নাম তুলে নেওয়ার জন্য প্রশ্নের মুখে পড়তে হবে জানি। তবে এই পরিবেশে দিল্লিতে টুর্নামেন্ট করাই উচিত নয়। মাত্রাতিরিক্ত দূষণ।’ উল্লেখ্য, এর আগে ডেনমার্কের শাটলার মিয়া ব্লিকফেল্ট সরব হয়েছিলেন অতিমাত্রায় দূষণ নিয়ে।
শুধু দূষণ নয়, ইন্ডিয়ান ওপেনে চূড়ান্ত অব্যবস্থাও বিরক্তির কারণ হয়ে উঠেছে শাটলারদের কাছে। অধিকাংশের অভিযোগ, কনকনে ঠাণ্ডায় নেই কোন হিটারের ব্যবস্থা। এছাড়া কোর্টে পাখির বিষ্ঠাও পড়ছে প্রতিনিয়ত। আন্তর্জাতিক প্রতিযোগিতা আয়োজনের ক্ষেত্রে এমন পরিস্থিতি একেবারেই উপযুক্ত নয়। এই বিষয়ে বিশ্ব ব্যাডমিন্টন সংস্থার হস্তক্ষেপের দাবিও জানিয়েছেন ড্যানিশ শাটলার ব্লিকফেল্ট।
এরই মধ্যে, হতাশ করলেন পিভি সিন্ধু। মহিলাদের সিঙ্গলসের প্রথম রাউন্ডেই থামল তাঁর দৌড়। ভিয়েতনামের নাগুয়েন থুইয়ের বিরুদ্ধে ২২-২০, ১২-২১, ১৫-২১ ব্যবধানে হেরে বিদায় নিলেন টুর্নামেন্ট থেকে। তবে শেষ ষোলোয় পৌঁছলেন কিদাম্বি শ্রীকান্ত। এদিন স্বদেশীয় তরুণ মন্নেপল্লিকে তিন গেমের লড়াইয়ে হারালেন তিনি। শ্রীকান্তের পক্ষে খেলার ফল ১৫-২১, ২১-৬, ২১-১৯। প্রিকোয়ার্টার ফাইনালে তাঁর প্রতিপক্ষ ফ্রান্সের ক্রিস্টো পোফ।