• বঙ্গ নেতৃত্বে অনাস্থা! বিজেপির প্রার্থী বাছাইয়ে দায়িত্ব বেসরকারি সংস্থাকে
    বর্তমান | ১৫ জানুয়ারি ২০২৬
  • সন্দীপন দত্ত, মালদহ: ভিতরটা ফাঁপা! বঙ্গ বিজেপির নেতারা যতই গলার শিরা ফুলিয়ে দুশোর বেশি আসন পাওয়ার কথা বলুন, বাস্তব অন্যকিছু। সেটা এবার ভালোমতোই বুঝতে পেরেছে কেন্দ্রীয় নেতৃত্ব। তাই বাংলায় বিধানসভা নির্বাচনের প্রার্থী বাছাই করতে দায়িত্ব তুলে দেওয়া হয়েছে বেসরকারি সংস্থার হাতে। অর্থাত্, বঙ্গের বিজেপি নেতাদের যে দিল্লির দরবারে ‘কদর’ আর নেই, সেকথা স্পষ্ট।

    বিজেপির একাংশই বলছেন, পশ্চিমবঙ্গের নেতৃত্ব এখন অনেক গোষ্ঠীতে বিভক্ত। প্রত্যেকে নিজের লোককে টিকিট পাইয়ে দেওয়ার বন্দোবস্ত করতে ব্যস্ত। এতে, অনেক অযোগ্য প্রার্থী হয়ে গিয়েছেন, যা ভালোভাবে নেননি কেন্দ্রীয় নেতৃত্ব। তাই এমনটা হওয়ারই ছিল। বিজেপির মালদহ দক্ষিণ সাংগঠনিক জেলার সভাপতি অজয় গঙ্গোপাধ্যায় বুধবার বলেছেন, একাধিক সংস্থা সার্ভে বা সমীক্ষা করছে। তাদের রিপোর্টের উপর ভিত্তি করেই প্রার্থী তালিকা চূড়ান্ত করা হবে। 

    এক নয়, একাধিক বেসরকারি সংস্থাকে দিয়ে সার্ভে করাচ্ছে পদ্ম শিবির। ছ’মাস ধরে মালদহসহ রাজ্যজুড়ে চারটি আলাদা সংস্থা তথ্য সংগ্রহ করেছে। এখন একই কাজ করছে আরও দুই সংস্থা। এতদিন কেন্দ্রের সঙ্গে আলোচনার ভিত্তিতে রাজ্য কমিটি খসড়া প্রার্থী তালিকা তৈরি করত। এক্ষেত্রে রাজ্য কমিটি মনে করলে গ্রহণ করত জেলা কমিটির প্রস্তাব। সেই তালিকা অনুমোদনের জন্য পাঠানো হত কেন্দ্রীয় নেতৃত্বের কাছে। সব শেষে কেন্দ্রের সিলমোহর নিয়ে রাজ্য কমিটি চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা অথবা প্রকাশ করত। 

    এবার আর জেলা কমিটি থেকে রাজ্য বা কেন্দ্রের কাছে রিপোর্ট পাঠানোর অবকাশ নেই। কারণ ইতিমধ্যে মালদহসহ রাজ্যের প্রত্যেক বিধানসভা কেন্দ্রের প্রার্থী বাছাই নিয়ে চারটি টিম ছ’মাস ধরে সার্ভে করেছে। তাদের রিপোর্টের ভিত্তিতেই পশ্চিমবঙ্গের ২৯৪টি বিধানসভা আসনের প্রার্থী তালিকা চূড়ান্ত করবে পদ্ম শিবির। বিজেপির রাজ্য কমিটির এক নেতার কথায়, একেবারে উত্তরপ্রদেশের কায়দায় পশ্চিমবঙ্গে প্রার্থী বাছাই করা হবে। এর ফলে জেলা, রাজ্য ও কেন্দ্রীয় কমিটির কাছের, পছন্দের লোকের জায়গা থাকছে না। সবটাই হবে নিরপেক্ষভাবে। 

    বিজেপি সূত্রে জানা গিয়েছে, সার্ভে টিম বা সমীক্ষক দল এসেছে দিল্লি, মহারাষ্ট্র, বিহারের মতো রাজ্যগুলি থেকে। পুজোর আগে থেকেই শুরু হয়েছে তাদের তরফে তথ্য সংগ্রহের কাজ। মালদহ জেলার ১২টি বিধানসভা আসনের প্রার্থী বাছাই করতে চারটি টিম সার্ভে করে ফিরে গিয়েছে। পাঁচ এবং ছয় নম্বর টিম এখনও মালদহসহ রাজ্যজুড়ে সার্ভে চালাচ্ছে। বিজেপির জেলা, মণ্ডল ও বুথ স্তরের নেতৃত্বের সঙ্গে সার্ভে টিম যেমন কথা বলেছে, তৃণমূল স্তরের সাধারণ কর্মী ও সমর্থকদের মতামতকে যথেষ্ট গুরুত্বও দেওয়া হচ্ছে।
  • Link to this news (বর্তমান)