• মালদহে মাধ্যমিকের প্রতিটি ভেনুতে দু’টি মেটাল ডিটেক্টর
    বর্তমান | ১৫ জানুয়ারি ২০২৬
  • সংবাদদাতা, মালদহ: মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা নির্বিঘ্নে সম্পন্ন করতে বুধবার প্রস্তুতি সভা হল মালদহে। জেলার মাধ্যমিক পরীক্ষার প্রতিটি ভেনুতে থাকবে অন্তত দু’টি করে মেটাল ডিটেক্টর। উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পরীক্ষার্থীদের উত্তরপত্রের শেষে ‘সমাপ্ত’ বলে উল্লেখ করে দেবেন নজরদারির দায়িত্বে থাকা শিক্ষক-শিক্ষিকারা। সব মিলিয়ে প্রশ্নফাঁস এবং টোকাটুকি রুখে গত দু’বছরের মতো এবারও জেলায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা নির্বিঘ্নে সম্পন্ন করতে  সব পদক্ষেপ করা হচ্ছে বলে জানিয়েছেন সংগঠকরা।

    এদিন মালদহ টাউন হলে সভায়  ছিলেন জেলাশাসক প্রীতি গোয়েল, অতিরিক্ত জেলাশাসক (সাধারণ) পীযূষ সালুঙ্খে, জেলা বিদ্যালয় পরিদর্শক (মাধ্যমিক) মৃন্ময় রায়, জেলা প্রাথমিক বিদ্যালয় পরিদর্শক মলয় মণ্ডল, জেলা শিক্ষা আধিকারিক প্রমুখ। এছাড়াও পুলিশ, বিদ্যুৎ, দমকল সহ বিভিন্ন বিভাগের প্রতিনিধিরাও অংশ নেন। জেলায় মাধ্যমিক পরিচালন কমিটির আহ্বায়ক বিপ্লব গুপ্ত এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা পরিচালন কমিটির যুগ্ম আহ্বায়ক বাশিরুল ইসলাম এবং অতিরিক্ত যুগ্ম আহ্বায়ক ব্যোমকেশ সরকার পরীক্ষা সংক্রান্ত বেশকিছু গুরুত্বপূর্ণ বিষয় ব্যাখ্যা করেন।

    বিপ্লব বলেন, এবার জেলায় ১২০টি ভেনুতে মাধ্যমিক পরীক্ষা হবে। এর মধ্যে ১৯টি মূল পরীক্ষা পরিচালন কেন্দ্র। মালদহ থেকে প্রায় ৬৩ হাজার ৪০০ জন মাধ্যমিক পরীক্ষায় বসবে। ছাত্রীদের সংখ্যা ছাত্রদের তুলনায় কিছুটা বেশি। 

    বাশিরুল বলেন, ১৭টি মূল পরীক্ষা পরিচালন কেন্দ্র সহ ১১২টি ভেনুতে উচ্চ মাধ্যমিক হবে। প্রায় ৩৬ হাজার ২০০ জন ছাত্রছাত্রী উচ্চ মাধ্যমিকের চতুর্থ বা চূড়ান্ত সেমিস্টারে বসবে। উচ্চ মাধ্যমিকে পরীক্ষা হলের নজরদারিতে থাকা শিক্ষক-শিক্ষিকারা পরীক্ষার্থীদের লেখা শেষ হলে ‘সমাপ্ত’ লিখে দেবেন। পরে অতিরিক্ত পাতা নেওয়া সংক্রান্ত বিতর্ক রুখতেই এই ব্যবস্থা।

    জেলা বিদ্যালয় পরিদর্শক (মাধ্যমিক) মৃন্ময় রায় বলেন, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক আগের বছরের মতো সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সব পদক্ষেপ করা হয়েছে। আমরা সকলের সহায়তায় নির্বিঘ্নে পরীক্ষা শেষ হবে।

    পরীক্ষা আয়োজনের দায়িত্বে থাকা ডেপুটি ম্যাজিস্ট্রেট কৌশিক ভট্টাচার্য বলেন, আমরা এদিন সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে কথা বলেছি। পরীক্ষা নির্বিঘ্নে সম্পন্ন করাই লক্ষ্য।
  • Link to this news (বর্তমান)