• হাসিমারা বিমানবন্দর ইস্যুতে ফেব্রুয়ারিতে আন্দোলন, ভোটের মুখে তৃণমূল-বিজেপি কাজিয়া
    বর্তমান | ১৫ জানুয়ারি ২০২৬
  • রবীন রায়, আলিপুরদুয়ার: হাসিমারায় অসামরিক বিমানবন্দর তৈরিতে ব্যর্থ বিজেপি। আরও একটি ভোট দোরগোড়ায়। কিন্তু বিজেপির প্রতিশ্রুতি সত্বেও হাসিমারায় বিমানবন্দর তৈরি বিশবাঁও জলে। তৃণমূল কংগ্রেসের কটাক্ষ আগামী বিধানসভা ভোটের প্রচারে বিজেপি ফের হাসিমারায় বিমানবন্দর তৈরির ললিপপ দেখাচ্ছে। যদিও বিজেপির পাল্টা দাবি, রাজ্যের অসহযোগিতার কারণে বিমানবন্দর তৈরির কাজ থমকে। এদিকে, বিমানবন্দর তৈরিতে কেন্দ্রের টালবাহানার প্রতিবাদে ফেব্রুয়ারি মাসে আন্দোলনে নামছে ডুয়ার্স উন্নয়ন সংগ্রাম সমিতি। 

    প্রতিবেশী ভুটান, নিম্ন অসম ও ডুয়ার্সবাসীর সুবিধার্থে প্রাক্তন এমপি জন বারলা হাসিমারায় বিমানবন্দর তৈরির জন্য কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণমন্ত্রীকে প্রথম চিঠি দিয়েছিলেন। বারলা তখন কেন্দ্রের সংখ্যালঘু মন্ত্রকের মন্ত্রী ছিলেন। অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকও বারলাকে জানিয়েছিল হাসিমারায় বিমানবন্দর তৈরির বিষয়টি তাদের তালিকায় আছে। কিন্তু ওই পর্যন্তই। বিমানবন্দর আর তৈরি হয়নি। এদিকে, গত লোকসভা ভোটের আগে বারলাও দল পাল্টে তৃণমূলে ভিড়েছেন। 

    রাজ্যসভার সাংসদ তৃণমূলের জেলা সভাপতি প্রকাশচিক বড়াইক বলেন, হাসিমারায় বিমানবন্দর তৈরিতে রাজ্য ৩৬ একর জমি চিহ্নিত করেছে। জমির মাপজোখও হয়েছে। এই মোট জমির মধ্যে কিছুটা সরকারি ও কিছুটা সাঁতালি বাগানের জমি। জমির জন্য রাজ্য ওই বাগান কর্তৃপক্ষকে টাকা দিতেও রাজি আছে। রাজ্য এই জমির কথা কেন্দ্রকে জানিয়েও দিয়েছে। 

    প্রকাশচিক আরও বলেন, আমি অসামরিক পরিবহণ মন্ত্রককে জমির কথা উল্লেখ করে চিঠি দিয়েছি। কিন্তু বিমানবন্দর তৈরিতে কেন্দ্রের কোনও হেলদোল নেই। আসলে এই বিমানবন্দর হবে না। বিমানবন্দর তৈরির ললিপপ দেখিয়ে ভোটে ফায়দা তুলতে চায় বিজেপি। আসন্ন বিধানসভা ভোটে হাসিমারায় বিমানবন্দরের ললিপপ দেখালে ওদের লাভ হবে না। 

    শুধু রাজনৈতিক মহল নয়। হাসিমারায় বিমানবন্দর তৈরিতে এই গড়িমসির জেরে ডুয়ার্সবাসীও ক্ষুব্ধ। প্রতিশ্রুতি দিয়েও হাসিমারায় বিমানবন্দর তৈরি না হওয়ার প্রতিবাদে ভোটের আগে ফেব্রুয়ারি মাসে আন্দোলনে নামছে ডুয়ার্স উন্নয়ন সংগ্রাম সমিতি। সংগঠনের যুগ্ম আহ্বায়ক রাতুল বিশ্বাস বলেন, প্রতিশ্রুতি দিয়েও হাসিমারায় বিমানবন্দর তৈরি হল না। ডুয়ার্সবাসীর এই বঞ্চনা মানব না। হাসিমারায় বিমানবন্দরের দাবিতে ফেব্রুয়ারি মাসজুড়ে আমাদের সংগঠন আন্দোলন চালাবে। 

    যদিও বিজেপি এমপি মনোজ টিগ্গা বলেন, ভোটের আগে তৃণমূলও তো উন্নয়নের কথা বলে। তাহলে ভোটের প্রচারে আমরাই বা কেন হাসিমারায় বিমানবন্দর তৈরির কথা বলতে পারব না। পাল্টা অভিযোগ করে বিজেপি এমপি মনোজ টিগ্গার দাবি, রাজ্য সরকারই বিমানবন্দরের জন্য জমি দিচ্ছে না। রাজ্য জমি দিলেই হাসিমারায় অবশ্যই বিমানবন্দর হবে। 
  • Link to this news (বর্তমান)