• বহিরাগত ভোটার রুখতে বুথ রক্ষার রণকৌশল তৃণমূলের
    বর্তমান | ১৫ জানুয়ারি ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, আসানসোল: বাংলার ভোটে বহিরাগত নেতাদের আমদানি আগেই করেছিল বিজেপি। ২০২১সালের ভোটে প্রতি বিধানসভা জয় করার জন্য ভিনরা঩জ্যের এক একজন নেতাকে দায়িত্ব দেওয়া হয়েছিল। সেই রণকৌশলের পুনরাবৃত্তি হচ্ছে এবার বিধানসভা নির্বাচনের আগে। তৃণমূল কংগ্রেসের অভিযোগ, এতেই থেমে থাকছে না বিজেপির বহিরাগত নির্ভরতা। তারা চাইছে, ভিনরাজ্যের বিজেপি অনুগামীদের ভোটের মরশুমে বাংলার ভোটার করে দিতে। যাতে ভাড়াটিয়া ভোটাররা ভোটচিত্র বদলে দিতে পারে। 

    শাসকদলের অভিযোগ, মহারাষ্ট্র, দিল্লিতে এই রণকৌশলে বিজেপি সাফল্য পেলেও এখানে পাবে না। বহিরাগত ভোটার আটকাতে তারা পাল্টা রণকৌশল সাজিয়ে নিয়েছে। তৃণমূলের দাবি, বহিরাগত ঠেকাতে তাদের চারদফা কর্মসূচি হবে। প্রথমে বুথে বুথে বহিরাগত ভোটার চিহ্নিতকরণ করা হবে। তারপর তা নিশ্চিতকরণ করা হবে। ভিনরাজ্যের বিজেপি অনুগামী ভোটার নিশ্চিত হলেই তাঁদের বেঁধে রাখার হুঁশিয়ারিও দিয়েছে ঘাসফুল শিবির। তাদের দাবি, বিধানসভা নির্বাচনে বুথ পাহারার ব্যবস্থাও থাকবে। যাতে কোনওভাবেই কোনও বহিরাগত ভোটার বুথে গিয়ে ভোট দিতে না পারে। এই চার পদ্ধতি অবলম্বন করে বিজেপি পরিকল্পনা ভেস্তে দেওয়া হবে। 

    তৃণমূল কংগ্রেসের রাজ্য সম্পাদক ভি শিবদাসন দাসু বলেন, আমরা খবর পেয়েছি অন্যরাজ্যের মতো বাংলার ভোটার তালিকাতেও ভিনরাজ্যের ভোটারদের ঢোকানোর চেষ্টা হচ্ছে। আমরা পাল্টা রণকৌশল করে নিয়েছি। বুথ পাহারা দেব। ভিনরাজ্য থেকে বাংলায় ছাপ্পা দিতে এলে বেঁধে রাখা হবে। 

    বিষয়টি নিয়ে রীতিমতো উদ্বেগ বাড়ছে। কংগ্রেসের জেলা সভাপতি দেবেশ চক্রবর্তী বলেন, খসড়া ভোটার তালিকা প্রকাশ করার পর একেবারে চূড়ান্ত ভোটার তালিকা তৈরি হবে। তার মাঝে কারা আবেদন করছেন তা আমাদের কোনও দেখার সুযোগ নেই। বিজেপি জানে ভোট চুরি ছাড়া তারা কোনও রা঩জ্যে জিততে পারবে না। এভাবে বাংলা দখল করা যায় না। বাংলায় জয় করতে হয়। বাঙালির মন জয় করতে হয়। 

    যদিও সিপিএম এক্ষেত্রে তৃণমূল ও বিজেপি দু’পক্ষকেই দায়ী করেছে। সিপিএম জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য পার্থ মুখোপাধ্যায় বলেন, আমাদের কাছে খবর রয়েছে তৃণমূল ও বিজেপি দুই শিবিরই নিজেদের পছন্দের লোককে অবৈধভাবে ভোটার তালিকায় ঢোকানোর চেষ্টা করছে। আমরা প্রতি বুথ ধরে নজরদারি চালাচ্ছি। যদিও বিজেপির জেলা সভাপতি দেবতনু ভট্টাচার্য বলেন, তৃণমূল কংগ্রেসের পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে। তাই বেঁধে রাখা বা মারধরের হুমকি দিচ্ছে। যে কোনও ভারতীয় যে কোনও রাজ্যেই ভোটার তালিকায় নাম তুলতে পারেন। সংবিধান মেনে বিজেপি কাজ করে।
  • Link to this news (বর্তমান)