• নবগ্রামের বসিয়া বিলে স্নান করে মা কালীর পুজো দিলেন পুণ্যার্থীরা
    বর্তমান | ১৫ জানুয়ারি ২০২৬
  • সংবাদদাতা, লালবাগ : বুধবার নবগ্রামের বসিয়া বিলে হাজার হাজার মানুষ মকর স্নান সারলেন। মুর্শিদাবাদের নবগ্রাম, পলশন্ডা, পাঁচগ্রাম, মোড়গ্রাম, জয়পুর, সাগরদিঘি সহ পার্শ্ববর্তী এলাকার পাশাপাশি  বীরভূম ও ঝাড়খণ্ড থেকেও প্রচুর মানুষ পুণ্যস্নানের জন্য এদিন বসিয়া বিলে এসেছিলেন। ঠান্ডার কামড়কে উপেক্ষা করেই মকর স্নানের জন্য সকাল থেকে বিলের একাধিক ঘাটে মানুষের ঢল নামে। স্নান চলাকালীন কোনওপ্রকার অপ্রীতিকর ঘটনা এড়াতে বিল এবং সংলগ্ন এলাকায় প্রচুর পুলিশ মোতায়েন ছিল। স্নান সেরে ঘাটের পাশে বসিয়া মাতার মন্দিরে (কালী মাতা) অনেকেই পুজো দেন। এদিকে মকর সংক্রান্তির পুণ্য স্নান উপলক্ষ্যে মন্দির প্রাঙ্গণ সংলগ্ন এলাকায় একদিনের মেলা বসেছিল। মেলায় মিষ্টি, তেলে ভাজার দোকানের পাশাপাশি বাচ্চাদের খেলনা এবং সাংসারিক নিত্য প্রয়োজনীয় জিনিসেরও পসরা ছিল। স্নানের পাশাপাশি বসিয়া বিলের দু’পাড়ে একাধিক দল পিকনিকে মেতে ওঠে। জিয়াগঞ্জ ও আজিমগঞ্জে ভাগীরথীর দু’পাড়ে ঘাটেও প্রচুর মানুষ এদিন মকর স্নান সারেন। এছাড়াও লালবাগ সদরঘাট, রঘুনাথগঞ্জ ও ধুলিয়ানের ভাগীরথীর গঙ্গার ঘাট, ফরাক্কার গান্ধী ঘাট ও বহরমপুরে একাধিক ঘাটে প্রচুর সংখ্যায় মানুষকে মকর স্নান করতে দেখা গিয়েছে। 

    মুর্শিদাবাদ জেলায় নদ, নদীর পাশাপাশি যে কয়েকটি বিল কয়েক দশক ধরে স্থানীয় মানুষের আর্থিক কর্মকাণ্ডের উপর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে তাদের মধ্যে অন্যতম এই বসিয়া বিল। বিলের পাড়ে রয়েছে বসিয়া মাতার (কালী) মন্দির। এদিন মকর সংক্রান্তির স্নান করতে সাঁইথিয়া থেকে সপরিবারে এসেছিলেন গণেশ হালদার। গণেশবাবু বলেন, বসিয়ার দেবী খুব জাগ্রত। প্রতি বছর মকর সংক্রান্তিতে এখানে স্নান করতে আসি। পলশন্ডার বাসিন্দা মিনতি চক্রবর্তীর কথায়, প্রতি বছর এইদিনে বসিয়ায় স্নান করতে আসি। আজকের দিনে এই বিলে স্নান করলে মন পবিত্র হয়ে ওঠে। মেলায় তেলেভাজার দোকান করেছিলেন পাঁচগ্রামের আরতি সর্দার। ভালোই বেচাকেনা হয়েছে বলে জানালেন তিনি। 

    তৃণমূলের নবগ্রাম ব্লক সভাপতি মহম্মদ এনায়েততুল্লা বলেন, দীর্ঘদিন ধরে সাম্প্রদায়িক সম্প্রীতির আবহে বসিয়া বিলে মকর সংক্রান্তির পুণ্য স্নান হয়ে আসছে। এদিন ৪০ হাজারের বেশি মানুষ স্নান করেন। হিন্দুদের পাশাপাশি মুসলিম সম্প্রদায়ের প্রচুর মানুষও এদিন স্নান সেরে মন্দিরে পুজো দিয়েছেন। এমন বিরল দৃশ্য অন্য কোথাও দেখা যায় না বলেই মনে হয়। নবগ্রাম থানার এক পুলিশ আধিকারিক বলেন, ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত মানুষ সুষ্ঠুভাবে মকর স্নান করেছেন। স্নান চলাকালীন বিলের ঘাটগুলিতে নজরদারি চালানো হয়।  বসিয়া বিলের ধারে সংক্রান্তির মেলা।-নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)