• উত্তরপাড়ায় নাবালিকাকে যৌন নির্যাতনের ঘটনায় ধৃত আরও ২
    বর্তমান | ১৫ জানুয়ারি ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: উত্তরপাড়ায় নাবালিকাকে যৌন নির্যাতনের ঘটনায় আরও দু’জনকে গ্রেপ্তার করল পুলিশ। ওই ঘটনায় মূল অভিযুক্ত কাঁঠালবাগান বাজারের বাসিন্দা দীপঙ্কর অধিকারীর সঙ্গেই ছিল এই দু’জন। ওই ঘটনার সঙ্গে ধৃত এই দু’জনের যোগ কতটা, তা খতিয়ে দেখছে পুলিশ। মূল অভিযুক্ত দীপঙ্করকে আগেই পুলিশ গ্রেপ্তার করেছিল। পরে নাবালিকার এক বন্ধুকেও পুলিশ হেফাজতে নেয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যেই তদন্তের কাজ অনেকটা এগিয়েছে। নিগৃহীতা কিশোরী শনাক্তকরণও করেছে। নতুন করে যে দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে, তাদেরও শনাক্তকরণ করানো হবে। 

    এদিকে, বুধবার ওই নির্যাতনের ঘটনায় রাজ্য ও পুলিশকে কাঠগড়ায় তুলে প্রতিবাদ সভা করে সিপিএম। উত্তরপাড়ার ওই সভায় বক্তব্য রাখেন সিপিএমের মহিলা নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়। এদিন তিনি থানায় গিয়ে পুলিশ কর্তাদের স্মারকলিপিও দিয়েছেন। পুলিশের ভূমিকা নিয়ে অসন্তোষ গোপন করেননি তিনি। মীনাক্ষী বলেন, হিন্দমোটরের ভিতরে অবৈধ ভেড়ি তৈরি হয়েছে। সেখানেই ধর্ষক তৈরির নতুন কারখানা চালু হয়েছে। কারণ, অবৈধ টাকার লেনদেন হচ্ছে। দলদাস পুলিশ আমাদের কাছে দাবি করেছে, উত্তরপাড়ায় কোনও অপরাধ হয় না। 

    প্রসঙ্গত, গত সপ্তাহে হিন্দমোটর কারখানার পরিত্যক্ত এলাকায় দশমের পড়ুয়া এক কিশোরীকে যৌন নির্যাতনের অভিযোগ ওঠে। এক বন্ধুর সঙ্গে রাতের দিকে ফোনে কথা বলাকে কেন্দ্র করে ওই কিশোরীকে ব্ল্যাকমেল করে নির্যাতন করা হয়। উত্তরপাড়ার বাসিন্দা দীপঙ্কর সেই ঘটনায় মূল অভিযুক্ত। সেদিন সে ও তার দুই বন্ধু মিলে ওই অপরাধ সংগঠিত করেছিল। দীপঙ্কর গ্রেপ্তার হলেও তার দুই সঙ্গী পলাতক ছিল। শেষপর্যন্ত তাদেরও পুলিশ পাকড়াও করেছে। 
  • Link to this news (বর্তমান)