নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শিক্ষাকর্মী ও শিক্ষক পদে চাকরিপ্রার্থীদের দু’টি পৃথক তালিকা বুধবার প্রকাশ করল এসএসসি। তালিকায় প্রকাশিত সকলের নাম সিবিআইয়ের ‘ওএমআর মিসম্যাচ’ প্রার্থীদের তালিকায় ছিল বলে জানিয়েছে এসএসসি। এসএসসির প্রকাশিত দু’টি তালিকার মধ্যে একটিতে ২০১৬ সালের প্রথম এসএলএসটির ১,৮৫৩ জনের নাম রয়েছে। এসএসসি জানিয়েছে, এই ১৮৫৩ জনকে সুপারিশ করা হয়নি। অন্য একটি তালিকায় ২০১৬ সালের তৃতীয় আরএলএসটির ২৫০ জন অশিক্ষক কর্মচারী প্রার্থীর নাম রয়েছে। এসএসসি জানিয়েছে, এঁদের কাউকেই নিয়োগ করা হয়নি।