• নেতাজির জন্মদিনে জেইই মেইন, দিন পরিবর্তন চেয়ে চিঠি
    বর্তমান | ১৫ জানুয়ারি ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনে জাতীয় ছুটি ঘোষণা করা তো দূর, উল্টে ওই দিনে জয়েন্ট এন্ট্রান্স (জেইই মেইন) পরীক্ষার দিন ঘোষণা করেছে কেন্দ্রীয় সংস্থা ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ)। যা নিয়ে নতুন করে কেন্দ্র-রাজ্য সংঘাতের আবহ তৈরি হয়েছে।  ২৩ জানুয়ারি পরীক্ষার দিন ফেলতেই এই নিয়ে আরও একবার বিতর্ক শুরু হয়েছে।

    গত বছর নভেম্বরে প্রাথমিকভাবে জেইই মেইনসের দিনক্ষণ ঘোষণা করা হয়েছিল। পরে ৯ জানুয়ারি সেই দিনক্ষণ পরিবর্তন করা হয়। এই বছর ২৩ জানুয়ারি সরস্বতী পুজোও রয়েছে। ফলত, এ রাজ্যের সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠান ছুটি রয়েছে। রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর নির্দেশে এনটিএকে দিনক্ষণ পরিবর্তন চেয়ে চিঠি পাঠিয়েছেন শিক্ষা দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি বিনোদ কুমার। 

    এনটিএর সূচি অনুযায়ী, ২১ থেকে ২৯ জানুয়ারি পরীক্ষার আয়োজন করা হচ্ছে। জেইই মেইনের প্রথম পত্রের বিই ও বি-টেক পরীক্ষা হবে ২১, ২২, ২৩, ২৪ ও ২৮ জানুয়ারি। দ্বিতীয় পর্বের দিন পূর্ববর্তী সূচি অনুযায়ী ২ থেকে ৯ এপ্রিল রাখা হয়েছে।
  • Link to this news (বর্তমান)