সেবাশ্রয় শিবির: বারাকপুরে তিনদিনে পাঁচশোর বেশি মানুষের চোখের পরীক্ষা
বর্তমান | ১৫ জানুয়ারি ২০২৬
নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: বারাকপুর জিমনাসিয়াম গ্রাউন্ডের সেবাশ্রয় কেন্দ্রে তিনদিনে ৫০০-র বেশি মানুষ নিজেদের চোখ পরীক্ষা করালেন। যাঁদের ছানি অপারেশন করতে হবে, তাঁদের সেই ব্যবস্থাও করে দেওয়া হচ্ছে। দেওয়া হচ্ছে বিনা পয়সায় চশমা। এদিন পর্যন্ত জিমনাসিয়াম গ্রাউন্ডের সেবাশ্রয় ক্যাম্পে ১২০০ মানুষ চিকিৎসা করিয়েছেন। তার মধ্যে সব থেকে বেশি মানুষ চোখ দেখিয়েছেন।
শুধু বারাকপুর নয়, অন্যান্য সেবাশ্রয় ক্যাম্পেও চোখ দেখানোর ভিড় সব থেকে বেশি। কাঁচরাপাড়াতেই অন্তত ২০০০ মানুষ চোখ দেখিয়েছেন। একটি বেসরকারি সংস্থার মাধ্যমে তাঁদের চশমার ব্যবস্থা করে দেওয়া হয়। বুধবার পর্যন্ত ৩০ হাজার মানুষ সেবাশ্রয় ক্যাম্পের মাধ্যমে চিকিৎসা পেয়েছেন। এদিন বারাকপুরে জিমনাসিয়াম গ্রাউন্ডের সেবাশ্রয় ক্যাম্পে ক্যান্সার চিকিৎসক ডা: শিবাশিস ভট্টাচার্য বসেছিলেন। তাঁকে অনেকেই দেখান। আজ বৃহস্পতিবার বারাকপুরে সেবাশ্রয় ক্যাম্পের শেষ দিন। এদিনও বসবেন ওই ক্যান্সার চিকিৎসক।
এদিন সেবাশ্রয় কেন্দ্র থেকে ভ্রাম্যমাণ চিকিৎসা কেন্দ্র চালু হল বারাকপুরে। এটা গোটা ব্যারাকপুর পুরসভা এলাকায় ঘুরে চিকিৎসা পরিষেবা দেবে। রক্ত পরীক্ষা থেকে শুরু করে বিভিন্ন ধরনের চিকিৎসা পরিষেবার সুযোগ রয়েছে ভ্রাম্যমাণ চিকিৎসা কেন্দ্র স্বাস্থ্যবন্ধু থেকে।
এ ব্যাপারে বারাকপুর পুরসভার চেয়ারম্যান উত্তম দাস বলেন, সেবাশ্রয় কেন্দ্রে মানুষের বিপুল সাড়া পড়েছে। আমাদের পুরসভার অন্তর্গত তালপুকুরে জিমনাসিয়াম গ্রাউন্ডে ওই শিবিরে সকাল থেকে মানুষের লাইন পড়ে। সব রকমের রক্ত পরীক্ষা, ইসিজি হচ্ছে। বিনা পয়সায় ওষুধও দেওয়া হচ্ছে। সব বিভাগেরই চিকিৎসা হচ্ছে। তবে জেনারেল মেডিসিন এবং চোখ বেশি দেখাচ্ছেন মানুষ। এদিন থেকে ক্যান্সার চিকিৎসারও সুযোগ পাচ্ছেন সকলে। এদিন যে ভ্রাম্যমাণ চিকিৎসা কেন্দ্রের উদ্বোধন হল, তা গোটা বারাকপুরে ঘুরে বেড়াবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে দুয়ারে চিকিৎসার সুযোগ পাবে সাধারণ মানুষ।