• গঙ্গাসাগরের জন্য শিয়ালদহ দক্ষিণ শাখায় অতিরিক্ত ট্রেন, লোকালে বেনিয়ম, হয়রান নিত্যযাত্রীরা
    বর্তমান | ১৫ জানুয়ারি ২০২৬
  • সংবাদদাতা, বারুইপুর: গঙ্গাসাগর মেলার জন্য শিয়ালদহ দক্ষিণ শাখায় অতিরিক্ত ট্রেন দেওয়া হয়েছে। চালু হয়েছে নামখানাগামী স্পেশাল ট্রেনও। ফলে লোকাল ট্রেন স্টেশনে নির্দিষ্ট সময়ে আসছে না বলে অভিযোগ। কোন সময়ে কোন ট্রেন ঢুকছে, স্টেশন থেকে তার ঘোষণাও ঠিকমতো হচ্ছে না। এমনই দেখা গেল বারুইপুর স্টেশনে। এর জেরে যাত্রীদের ট্রেনের জন্য কয়েক ঘণ্টা বসে থেকে হয়রান হতে হচ্ছে। এই প্রসঙ্গে বারুইপুরের স্টেশন ম্যানেজার বলেন, ঘোষণা ঠিকই করা হচ্ছে। তবে ট্রেন লেটে চলছে। আর পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক শিবরাম মাজি বলেন, খোঁজ নিয়ে দেখব।

    বারুইপুর স্টেশনে টাইম টেবিলে ডায়মন্ডহারবার লোকাল থেকে শুরু করে বারুইপুর লোকাল, লক্ষ্মীকান্তপুর লোকাল ট্রেনের নির্দিষ্ট সময় উল্লেখ করা হচ্ছে। কিন্তু ট্রেন আসছে না সেই সময়ে। কয়েক ঘণ্টা যাত্রীদের বসে থাকতে হচ্ছে স্টেশনে। এক নিত্যযাত্রী সুবিমল রানা বলেন, গঙ্গাসাগর মেলার জন্য অতিরিক্ত ট্রেন দিতে গিয়ে লোকাল ট্রেন ঠিক সময়ে স্টেশনে ঢোকাতে পারছে না রেল। স্টেশন মাস্টারের ঘরে গিয়ে জিজ্ঞাসা করলে বলা হচ্ছে, যখন ট্রেন আসবে ঘোষণা হবে। আমাদের সময়ের কি কোনও দাম নেই? আরেক নিত্যযাত্রী কাজল রায় বলেন, বারুইপুর লোকাল, লক্ষ্মীকান্তপুর লোকালে বেশি সমস্যা হচ্ছে। ট্রেন নির্দিষ্ট সময়ে না এসে অনেক লেটে ঢুকছে। অফিসে সময় মতো পৌঁছনো যাচ্ছে না। খুবই অসুবিধায় পড়তে হচ্ছে যাত্রীদের। এক গৃহবধূ সীমা ঘোষ বলেন, লোকের বাড়ি কাজ করে পেট চলে। কিন্তু রোজ ট্রেন লেট চলছে। কয়েক ঘণ্টা অপেক্ষা করতে করতে কাজের সময় পেরিয়ে যাচ্ছে।
  • Link to this news (বর্তমান)