বি বি গাঙ্গুলি স্ট্রিটে আসবাবের দোকানে অগ্নিকাণ্ড, চাঞ্চল্য
বর্তমান | ১৫ জানুয়ারি ২০২৬
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সকালের ব্যস্ত সময়ে ঘন ধোঁয়ায় ঢেকে গেল বউবাজার বি বি গাঙ্গুলি স্ট্রিটের ঘনবসতিপূর্ণ এলাকা। একটি আসবাবপত্রের দোকান ও কাঠের গুদামে অগ্নিকাণ্ডের জেরে চাঞ্চল্য ছড়াল। বুধবার সকালে এই ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যেও আতঙ্ক ছড়িয়ে পড়ে। শীতের সকালে আগুন আশপাশের দোকানগুলিতে ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছিল। কিন্তু দমকল কর্মীদের তৎপরতায় তা এড়ানো গিয়েছে। প্রায় ঘণ্টা দেড়েকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে দমকলের ১১টি ইঞ্জিন। তবে এই ঘটনার কারণে বি বি গাঙ্গুলি স্ট্রিটে বেশ কিছুক্ষণ যানজট চলে। এদিন সকাল ১০টা বেজে ৫০ মিনিট নাগাদ আচমকা ধোঁয়া বেরতে দেখা যায় ওই আসবাবপত্রের দোকান থেকে। দ্রুত আগুন ছড়িয়ে পড়তে থাকে। ঘিঞ্জি এলাকা হওয়ায় আগুন নিয়ন্ত্রণে আনতে দমকলকর্মীদের যথেষ্ট বেগ পেতে হয়। আতঙ্কে আশপাশের দোকানদাররা বাইরে বেরিয়ে আসেন। পাশের দোকান থেকে প্লাইউড এবং কাঠের জিনিসপত্র সরিয়ে নিয়ে আসা হয়। তবে আসবাবের দোকানটি পুরোপুরি ভস্মীভূত হয়ে গিয়েছে। পাশের তিনটি দোকানও আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনায় কোনও হতাহতের খবর নেই। ক্ষয়ক্ষতির পরিমাণ কত, তাও নির্দিষ্টভাবে জানা যায়নি এদিন। নিজস্ব চিত্র
Link to this news (বর্তমান)