• পাথরপ্রতিমায় নাবালিকাকে ধর্ষণে দোষী সাব্যস্ত ব্যবসায়ী
    বর্তমান | ১৫ জানুয়ারি ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমা থানা এলাকায় হাত‑পা বেঁধে দশ বছরের এক নাবালিকাকে ধর্ষণের দায়ে অভিযুক্ত এক ব্যক্তিকে দোষী সাব্যস্ত করল আদালত। আসামি নুর মহম্মদ পেশায় ব্যবসায়ী। ঘটনাটি ঘটেছিল ২০১৫ সালে। বুধবার আলিপুরের বিশেষ পকসো আদালতের বিচারক রিম্পা রায় জামিনে থাকা ওই অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। আজ, বৃহস্পতিবার সাজা ঘোষণার কথা। যদিও লকআপে নিয়ে যাওয়ার সময় ওই অপরাধী নিজেকে ‘নির্দোষ’ বলে দাবি করে।

    এই মামলার বিশেষ সরকারি আইনজীবী মাধবী ঘোষ বলেন, ঘটনার দিন নাবালিকার বাবা‑মা বাড়িতে ছিলেন না। অসুস্থ মাকে চিকিৎসার জন্য কলকাতায় নিয়ে গিয়েছিলেন বাবা। সেই সুযোগে তাঁদের পরিচিত নুর জল খাওয়ার অছিলায় ওই বাড়িতে ঢুকে গামছা দিয়ে নাবালিকার হাত‑পা বেঁধে তাকে ধর্ষণ করে। একথা জানাজানি হলে পরিণতি ভালো হবে না বলেও শাসায় অভিযুক্ত। বাবা‑মা ফিরলে মেয়ে কান্নাকাটি শুরু করে। বিষয়টি বুঝতে পেরে থানায় অভিযোগ জানান তাঁরা। তার ভিত্তিতে পকসো আইনে মামলা দায়ের করে অভিযুক্তকে পাকড়াও করে পুলিশ। নাবালিকা বিচারকের কাছে গোপন জবানবন্দি দেয়। এই মামলায় সাক্ষ্য দেন ছ’জন। আদালতে শুনানি চলাকালীন নির্যাতিতা অভিযুক্তকে ‘শনাক্ত’ করে। অবশেষে দশ বছর পর এদিন আদালত অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে। 
  • Link to this news (বর্তমান)