মেয়েকে হাতুড়ি দিয়ে খুনের চেষ্টার অভিযোগ, গ্রেপ্তার মদ্যপ সৎ বাবা
বর্তমান | ১৫ জানুয়ারি ২০২৬
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মদ্যপ সৎ বাবার বিরুদ্ধে মেয়েকে মাথায় হাতুড়ি দিয়ে মেরে খুনের চেষ্টার অভিযোগ উঠেছে। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে তিলজলা এলাকায়। অভিযুক্ত সৎ বাবাকে গ্রেপ্তার করেছে থানা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাতে ওই সৎ বাবা মদ খেয়ে বাড়ি ফিরে মেয়েকে মারধর শুরু করেন। মদের নেশায় বাড়িতে থাকা হাতুড়ি নিয়ে এসে মাথায় আঘাত করতে শুরু করেন। চিৎকার শুনে প্রতিবেশীরা এসে মেয়েকে উদ্ধার করেন বাবার হাত থেকে। তাঁরাই তিলজলা থানায় খবর দেন। পুলিশ এসে ওই তরুণীকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠায়। গ্রেপ্তার করা হয় বাবাকে।