• যুবককে প্রাণনাশের হুমকি, বিজেপি বিধায়কের বিরুদ্ধে থানায় অভিযোগ
    বর্তমান | ১৫ জানুয়ারি ২০২৬
  • সংবাদদাতা, বনগাঁ: পথসভা থেকে এক যুবককে কুরুচিকর মন্তব্য এবং প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠল বিজেপি বিধায়ক স্বপন মজুমদারের বিরুদ্ধে। গাইঘাটা থানায় বিজেপি বিধায়কের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন যুবক। চাঁদপাড়া ঢাকুরিয়া কালীবাড়ির বাসিন্দা সঞ্জয় দে নামে ওই যুবকের দাবি, ঘটনার পর থেকে আতঙ্কিত তিনি। যদিও বিজেপি বিধায়কের দাবি, ওই যুবক এলাকায় জুয়া, মদের ঠেক চালায়। তাঁর পথসভা বানচাল করতে এসেছিল। এখন মিথ্যা অভিযোগ করছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিধায়কের নামে এফআইআর দায়ের হয়েছে। তদন্ত শুরু করেছে পুলিশ।

    সূত্রের খবর, গত ১১ তারিখ বনগাঁ দক্ষিণের বিধায়ক চাঁদপাড়া স্টেশন সংলগ্ন এলাকায় একটি পথসভা করছিলেন। সেই সময় সেখান দিয়ে যাচ্ছিলেন সঞ্জয় দে নামে পেশায় ব্যবসায়ী ওই যুবক। তখনই কটূক্তি ও প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। বিধায়ক পালটা বলেন, ‘ওই ছেলেটি এলাকায় গাঁজা, মদ, জুয়ার ঠেক চালায়। আমার পথসভায় এসে ঝামেলা করছিল। পুলিশের উচিত ছিল তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। পুলিশ তৃণমূলের দলদাস পরিণত হয়েছে।’ 

    তৃণমূল জেলা সভাপতি বিশ্বজিৎ দাস বলেন, ‘বিজেপি যাদের ভোটে জিতে বিধায়ক হয়েছে, তাদেরকেই হুমকি দিচ্ছে। এটা উত্তরপ্রদেশ না। বাংলার মানুষ প্রতিবাদ করতে জানে। মানুষ আগামী নির্বাচনে ওদের বুঝিয়ে দেবে। থানায় অভিযোগ হয়েছে আইন আইনের পথে চলবে।’  
  • Link to this news (বর্তমান)