• বারাসতে মারধর-শ্লীলতাহানি, তরুণীর অভিযোগ পড়শি তিন যুবকের বিরুদ্ধে
    বর্তমান | ১৫ জানুয়ারি ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, বারাসত: কটূক্তির প্রতিবাদ করায় এক তরুণীকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগ উঠল পড়শি তিন যুবকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে জেলা সদর বারাসতের নিবেদিতাপল্লিতে। আতঙ্কে রয়েছেন তরুণী ও তাঁর পরিবার। বারাসত থানার পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। জানা গিয়েছে, ৩৩ নম্বর ওয়ার্ডের নিবেদিতপল্লিতে ওই তরুণীর বাড়ির পাশেই থাকেন তাঁর জেঠু। দুই পরিবারের বিবাদ দীর্ঘদিনের। আর জেঠুর বাড়িতেই ভাড়া থাকেন তিন যুবক। অভিযোগ, বিবাদকে কেন্দ্র করেই ভাড়াটিয়া তিন যুবক ওই তরুণীকে কটূক্তি করতেন। তিনি এর প্রতিবাদ করায় ওই তিনজন ঘরে ঢুকে তরুণীকে মারধর করেন বলে অভিযোগ। তিন যুবকের সঙ্গে জেঠুও তাঁকে মারধর করেন বলেই দাবি তরুণীর। তিনি বলেন, প্রতিবাদ করায় ঘরে ঢুকে আমায় মারধর করেছেন মঙ্গলবার রাতে। সঙ্গে জেঠুও ছিলেন। এনিয়ে বুধবার থানায় অভিযোগ জানিয়েছি। 

    তরুণীর মা বলেন, আমার অনুপস্থিতিতে বাড়িতে ঢুকে মেয়েকে মারধর ও শ্লীলতাহানি করেছে। অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি করছি। বারাসত থানার পুলিশ জানিয়েছে, ব্যক্তিগত বিষয় নিয়ে দুই পরিবারের বিবাদ দীর্ঘদিনের। মারপিটের জেরে দু’পক্ষের লোকই জখম হন। উভয়পক্ষই অভিযোগ জানিয়েছে। তদন্ত চলছে।
  • Link to this news (বর্তমান)