রায়মঙ্গলের ‘কল্পতরু গঙ্গা’য় ডুব দিলেন বহু পুণ্যার্থী
বর্তমান | ১৫ জানুয়ারি ২০২৬
সংবাদদাতা, বসিরহাট: মকর সংক্রান্তিতে সুন্দরবন লাগোয়া রায়মঙ্গল নদীতে ‘কল্পতরু গঙ্গায়’ ডুব দিলেন বহু পুণ্যার্থী। হিঙ্গলগঞ্জ ব্লকে কালুতলা পঞ্চায়েত এলাকায় প্রায় ২৫ বছর ধরে এই পুণ্যস্নানের আয়োজন করে আসছেন উদ্যোক্তরা। বুধবার হিঙ্গলগঞ্জ ব্লকের নানা প্রান্ত থেকে পুণ্যার্থীরা পরিবারের সকলকে নিয়ে হাজির হয়েছিলেন রায়মঙ্গল নদীর পাড়ে। নদীতে স্নান করে পুজো দিয়ে সারাদিন মেলায় ঘোরাঘুরি করেন। এই পুণ্যস্নান ঘিরে বসিরহাট পুলিশ জেলার তরফে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিল।। নদীতে নামানো হয় বিপর্যয় মোকাবিলা বাহিনীকে। এই বিষয় এক পুণ্যার্থী বলেন, আমরা সপরিবারে এই মকর সংক্রান্তির দিনে এখানে আসি। সারাদিন সুন্দরবনের জঙ্গল দেখাও হয় এবং নিজেদের মনস্কামনা পূর্ণ করার জন্য গঙ্গাস্নানও করা যায়। এবারও বহু মানুষ এসেছে। তবে প্রশাসনের তরফ থেকে পরিষেবাও খুব ভালো দেওয়া হচ্ছে। এদিন এই মেলা কমিটির তরফে পুণ্যার্থীদের দেওয়া হয় শীতের কম্বল ও গীতা। এই বিষয়ে মেলা কমিটির সভাপতি মুরারিমোহন মণ্ডল বলেন, আমাদের এই মেলা প্রায় ২৫ বছর ধরে এখানে চলছে। যত দিন যাচ্ছে ততই মানুষের ভিড় বাড়ছে। অনেক মানুষ অর্থের অভাবে গঙ্গাসাগরে যেতে পারেন না। তাঁরা মনস্কামনা পূর্ণ করতে এই কল্পতরু গঙ্গায় স্নান করতে পারেন। নিজস্ব চিত্র