• সুকমায় পুলিশের কাছে আত্মসমর্পণ ২৯ জন মাওবাদীর
    এই সময় | ১৫ জানুয়ারি ২০২৬
  • ফের আত্মসমর্পণ মাওবাদীদের। এ বার ছত্তিসগড়ের সুকমায় আত্মসমর্পণ করলেন ২৯ জন মাওবাদী। বুধবার সুকমায় পুলিশ এবং সিআরপিএফ আধিকারিকদের কাছে আত্মসমর্পণ করেন তাঁরা।

    সুকমার পুলিশ সুপার কিরণ চহ্বান জানান, মাওবাদীদের দমন করার জন্য সুকমার প্রত্যন্ত এবং দুর্গম এলাকায় সিআরপিএফ ক্যাম্প করা হয়েছে। এই বাহিনীর জওয়ানদের নিয়মিত অভিযান এবং তল্লাশির জেরেই আত্মসমর্পণ করেছেন এই ২৯ জন মাওবাদী।

    আত্মসমর্পণকারী মাওবাদীদের পুনর্বাসনের জন্য ‘লোন ভারাতু’ এবং ‘পুনা মারগেম’ নামের দু'টি কর্মসূচি চালু হয়েছে। ‘পুনা মারগেম’ প্রকল্পের অধীনে এই মাওবাদীরা পুলিশ এবং সিআরপিএফ আধিকারিকদের সামনে আত্মসমর্পণ করেছেন বলেও জানিয়েছেন পুলিশ সুপার। এই আত্মসমর্পণকারীরা মাওবাদীদের গ্রাম সংগঠনের সদস্য ছিলেন বলেও জানিয়েছেন তিনি।

    পুলিশ সূত্রে খবর, আত্মসমর্পণকারীদের মধ্যে আছেন গোগুন্ডা এলাকার দণ্ডকারণ্য আদিবাসী কিষাণ মজদুর সংগঠনের (DAKMS - মাওবাদীদের সম্মুখ শাখা) প্রধান পডিয়াম। তাঁর মাথার জন্য ২ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছিল। অন্যদের মধ্যে আছেন DAKMS, মিলিশিয়া এবং মাওবাদীদের জনতা সরকার শাখার সদস্যরা। ওই আত্মসমর্পণকারী মাওবাদীদের সরকারি নীতি মেনে পুনর্বাসন দেওয়া হবে বলেও জানিয়েছেন আধিকারিকরা।

    পুলিশ সূত্রে জানা গিয়েছে, লাগাতার অভিযানের জেরে কোণঠাসা হয়ে পড়েছেন মাওবাদীরা। তবে তারা এখনও সক্রিয় ছিল গোগুন্ডা এলাকায়। সম্প্রতি ওই অঞ্চলে নিরাপত্তারক্ষীদের একটি ক্যাম্প করা হয়। ওই ক্যাম্পে থাকা জওয়ানদের লাগাতার অভিযানে চাপের মুখে পড়ে আত্মসমর্পণ করেছেন ওই অঞ্চলে থাকা মাওবাদীরা।

    উল্লেখ্য, দুর্গম অঞ্চলে থাকার কারণে গোগুন্ডা এলাকাটি আগে মাওবাদীদের দর্ভা বিভাগের জন্য একটি নিরাপদ ও কৌশলগত ঘাঁটি হিসেবে বিবেচিত হতো। এখন সেখানে কাম্প করার ফলে ওই অঞ্চলে তাঁদের কার্যকলাপ দুর্বল হয়ে পড়ে।

    প্রসঙ্গত, এর আগে গত ৯ তারিখে দান্তেওয়াড়ায় আত্মসমর্পণ করেন ৬৩ জন মাওবাদী। আত্মসমর্পণকারীদের মধ্যে ছিলেন ১৮ জন মহিলা। তাঁদের মধ্যে ৩৬ জনের মাথার দাম ছিল ১ কোটি ১৯ লক্ষ টাকার বেশি। তার আগে গত ৭ জানুয়ারি সুকমায় ২৬ জন মাওবাদী আত্মসমর্পণ করে ফিরে আসেন সমাজের মূলস্রোতে।

    চলতি বছরের ৩১ মার্চের মধ্যে দেশ থেকে মাওবাদীদের পুরোপুরি নির্মূল করার লক্ষ্যমাত্রা নিয়েছে কেন্দ্র। পুলিশ জানিয়েছে, গত বছরেই ছত্তিসগড়ে আত্মসমর্পণ করেছেন দেড় হাজারের বেশি মাওবাদী।

  • Link to this news (এই সময়)