বৃহস্পতিবার মহারাষ্ট্রের ২৯টি পুরসভার ৮৯৩টি ওয়ার্ডের ২,৮৬৯টি আসনের জন্য ভোটগ্রহণ শুরু। নজর BMC পুরসভার দিকে। এই নির্বাচনকে কেন্দ্র করেই ২০ বছর পর হাত মিলিয়েছেন ঠাকরে ভাইরা।
চলতি মরসুমে কলকাতা উপভোগ করল সাম্প্রতিক কালের অন্যতম দীর্ঘ ও স্থিতিশীল শীতের ইনিংস। টানা ২৩ দিন রাতের তাপমাত্রা স্বাভাবিকের নিচে থেকেছে, যার মধ্যে মাত্র একদিন পারদ ১৫ ডিগ্রি ছাড়িয়েছিল। বাকি ২২ রাতেই শীতের দাপট স্পষ্ট। তবে হাওয়া অফিস জানাচ্ছে, সোমবার ১৯ জানুয়ারি থেকে রাজ্যজুড়ে ধীরে ধীরে শীতের দাপট কমতে শুরু করবে।