• ‘রাজীব কুমারকে বরখাস্ত করা হোক’, সুপ্রিম কোর্টে শুনানি শুরুর আগে নয়া আর্জি ED-এর
    এই সময় | ১৫ জানুয়ারি ২০২৬
  • সুপ্রিম কোর্টে I-PAC মামলার শুনানি শুরুর আগেই নয়া আর্জি ED-র। এ বার রাজ্যের DGP রাজীব কুমারের সাসপেনশন চেয়ে দেশের সর্বোচ্চ আদালতে আরও একটি পিটিশন জমা দিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। শুধু ডিজিপি রাজীব কুমারই নয়, কলকাতার CP ও DC সাউথকেও সাসপেন্ড করারও দাবি তুলেছে ইডি।

    রাজীব কুমারের বিরুদ্ধে তল্লাশি অভিযানের সময়ে দুর্ব্যবহার ও অসহযোগিতার অভিযোগ তুলেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। গত ৮ জানুয়ারি আইপ্যাক-এর কর্ণধার প্রতীক জৈন এবং তাঁর অফিসে তল্লাশি অভিযানকে কেন্দ্র করে হওয়া ঘটনা নিয়ে জোড়া মামলা দায়ের করেছে ED। সেই মামলার শুনানি শুরুর আগেই নয়া আর্জি জমা দিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।

    বিস্তারিত আসছে...

  • Link to this news (এই সময়)