• কলকাতার ৫ জায়গায় তল্লাশি, কোন মামলার তদন্তে শহরে CBI হানা?
    এই সময় | ১৫ জানুয়ারি ২০২৬
  • তৃণমূল কংগ্রেসের ভোট পরমার্শদাতা সংস্থা আইপ্যাকের অফিসে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তল্লাশির ঘটনায় গত সপ্তাহেই তোলপাড় হয় রাজ্য। বৃহস্পতিবার সেই সংক্রান্ত মামলার শুনানি চলছে সুপ্রিম কোর্টে। এর মাঝেই বৃহস্পতিবার সকাল থেকে কলকাতার পাঁচটি জায়গায় তল্লাশি চালায় সিবিআই।

    জানা গিয়েছে, ২০১৬ সালে রাজেশ্বরী আয়রন অ‍্যান্ড স্টিল প্রাইভেট লিমিটেড নামে একটি সংস্থা মোট ৫ কোটি ৬১ লক্ষ টাকা ঋণ নিয়েছিল। ঋণ নেওয়ার ক্ষেত্রে জালিয়াতি ও প্রতারণার অভিযোগ রয়েছে। এই ঘটনায় ২০২৩ সালে মামলা দায়ের হয়। সেই মামলার তদন্তের স্বার্থেই এ দিন কলকাতায় তল্লাশি চালানো হয় বলে দাবি।

    কলকাতার নিউ আলিপুরের ২৮ নম্বর প্লটে অবস্থিত ‘গণেশ কোর্ট’ নামে একটি বহুতল আবাসনে যান সিবিআই আধিকারিকরা। ওই আবাসনের পঞ্চম তলায় ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি করা হয়। আবাসনের বাইরে আধা সামরিক বাহিনী মোতায়েন করা হয়। এর পাশাপাশি শহরের আরও চারটি জায়গায় তল্লাশি চালানো হচ্ছে।

  • Link to this news (এই সময়)