• মাধ্যমিকের অ্যাডমিট কার্ড কি SIR হিয়ারিংয়ে দেখানো যাবে? যা জানাল কমিশন
    আজ তক | ১৫ জানুয়ারি ২০২৬
  • বঙ্গে এই মুহূর্তে চলছে SIR-এর শুনানি পর্ব। সাধারণ ভোটার থেকে শুরু করে বিশিষ্ট মানুষ, হিয়ারিং নোটিস পেয়েছেন অনেকেই। লজিক্যাল ডিসক্রিপেন্সির কারণে প্রচুর মানুষকে হিয়ারিংয়ে ডাকা হচ্ছে। এই নিয়ে হয়রানির অভিযোগও জানাচ্ছেন বহু মানুষ। আবার শুনানিতে ডাকলে কোন কোন নথি দেখাতে হবে, তা নিয়েও বিভ্রান্তি চলছে। মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড কি শুনানির ক্ষেত্রে বৈধ নথি হিসেবে মানা হবে? এই নিয়ে সাফ জবাব দিল নির্বাচন কমিশন। 

    বৃহস্পতিবার বিবৃতি দিয়ে নির্বাচন কমিশনের পক্ষ থেকে স্পষ্ট ভাবে জানিয়ে দেওয়া হয়েছে, SIR হিয়ারিংয়ে মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড বৈধ নথি হিসেবে মেনে নেওয়া হবে না। 

    অনেকের কাছেই নেই বৈধ কোনও নথি। ২০০২ সালের ভোটার তালিকায় নাম না থাকায় SIR এনুমারেশন ফর্ম সঠিক ভাবে ফিলআপ করতে পারেনি অনেকেই। তাঁদেরই ডাক পড়ছে শুনানিতে। এবার শুনানিতে কোন নথি হাতে করে নিয়ে যাবেন তা নিয়ে বিভ্রান্তির শেষ নেই। এবার মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বাতিল করে দেওয়ার বেশ কয়েকজন বিপদে পড়লেন রাতারাতি। 

    ম্যাপিংয়ে না থাকা সকলকেই হিয়ারিংয়ে ডাকছে নির্বাচন কমিশন। কমিশন SIR-প্রক্রিয়ার শুরুতেই ১৩টি নথির কথা বলেছিল। এই সব নথির মধ্যে আধার কার্ড বাদ দিয়ে যে কোনও একটি দেখাতে হবে। 

     যে সব নথি লাগবে

    > ১৯৮৭ সালের আগের ব্যাঙ্ক, পোস্ট অফিস বা LIC-এর নথি
    > সরকারি চাকরির কোনও আইডি কার্ড
    > বার্থ সার্টিফিকেট
    > পাসপোর্ট
    > মাধ্যমিক বা তার বেশি শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট
    > ফরেস্ট রাইট সার্টিফিকেট
    > SC, ST, OBC সার্টিফিকেট
    > স্থানীয় প্রশাসনের দেওয়া বাসস্থানের সার্টিফিকেট
    > NRC-এর সার্টিফিকেট
    > পারিবারিক রেজিস্টার
    > জমি, বাড়ির দলিল

     
  • Link to this news (আজ তক)