এসআইআর শুনানির নামে সাধারণ মানুষকে বারবার বিডিও অফিসে ডেকে হয়রানির প্রতিবাদে বৃহস্পতিবার সকাল থেকেই চাকুলিয়ার কাহাটা এলাকায় বিডিও অফিসের অদূরে রাজ্য সড়ক অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। অবরোধ তুলতে ইসলামপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছন। অভিযোগ, সেই সময় বিক্ষোভকারীরা মারমুখী হয়ে ওঠেন। পুলিশকে লক্ষ্য করে ইট ছোড়া হয়। সেই হামলায় মাথা ফেটে যায় ইসলামপুর থানার আইসির
টায়ার জ্বেলে পথ অবরোধ
ভোর থেকেই জনতার জমায়েত দেখা যায় এলাকায়। মুহূর্তের মধ্যে টায়ার জ্বালিয়ে পথ অবরোধ শুরু। চাকুলিয়া-পানিয়াড়ি ও সংলগ্ন রাস্তায় দাঁড়িয়ে থাকে যানবাহন। ক্ষোভ ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যায় যখন উত্তেজিত ভিড় সরাসরি বিডিও অফিস চত্বরে ঢুকে পড়ে। কয়েক মিনিটের মধ্যেই গুড়িয়ে যায় অফিসের কাচ, আসবাব,অফিস চত্বর পরিণত হয় সংঘর্ষমুখর অঙ্গনে।
পুলিশের লাঠিচার্জ, জখম বহু
অবস্থা সামাল দিতে পুলিশ লাঠিচার্জ শুরু করে। এতে বেশ কয়েকজন বাসিন্দা আহত হন। ক্ষুব্ধ জনতা পালটা ইট ছোড়েন। সেই ইটে গুরুতরভাবে জখম হন চাকুলিয়া থানার আইসি। তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনার পর গোটা চাকুলিয়া পুলিশ ছাউনিতে পরিণত হয়েছে। বাজার, অফিস, স্কুল সর্বত্র আতঙ্ক। বাসিন্দাদের মতে, ‘হয়রানির বিচার চাই, নইলে আন্দোলন চলবে।’