কলকাতা, ১৫ জানুয়ারি: বঙ্গ থেকে কি বিদায় নিতে চলেছে শীত? আলিপুর আবহাওয়া দপ্তরের তথ্য বলছে, আজ বৃহস্পতিবার কলকাতার তাপমাত্রা ১৩.২ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের তুলনায় তা ০.৬ ডিগ্রি কম। এদিন সকাল থেকে আকাশ পরিস্কার। ভোরে শীতের আমেজ থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে চড়া রোদের কারণে গায়ে সোয়েটার, জ্যাকেট বা চাদর জড়িয়ে রাখাই দায়। মাঘ মাসের প্রথম দিনে কার্যত নিরুদ্দেশ শীত।আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, হাতে আর মাত্র এই সপ্তাহটা। তারপরেই রাজ্যের বিভিন্ন এলাকার সর্বনিম্ন তাপমাত্রা বাড়তে পারে। এই সপ্তাহের শেষ তিনদিনে রাজ্যে সর্বনিম্ন তাপমাত্রা ধীরে ধীরে ২ থেকে ৩ ডিগ্রি বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। একইসঙ্গে উত্তুরে হাওয়ার প্রভাবও আগামী কয়েকদিন থাকতে পারে। তবে রাজ্যের আবহাওয়া মূলত শুষ্কই থাকবে। অন্যদিকে, বুধবারেরর তুলনায় কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা এদিন সামান্য কমে হয়েছে ১৩.২ ডিগ্রি।